ব্রাজিলের রিও ডি জেনেরিও প্রদেশে ভারী বর্ষণে আকস্মিক বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। শনিবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ছয় শিশুসহ আটজনের মৃত্যু হয়েছে। প্রতিকূল আবহাওয়ায় নিখোঁজ রয়েছেন কমপক্ষে ১৩ জন। আল জাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে।
গত দুই দিন ধরে ব্রাজিলের প্রদেশটিতে তুমুল বৃষ্টিপাত অব্যাহত। দেখা দিয়েছে আকস্মিক বন্যা। শনিবার প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন, পন্টা নেগ্রা এলাকায় ভূমিধসে মা ও তার পাঁচ সন্তানের মৃত্যু হয়েছে। বেঁচে যাওয়া শিশুটিকে জীবিত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার রাতে অতিবৃষ্টিতে শহরের রাস্তাগুলো প্লাবিত হওয়ায় গাড়ি চলাচলে বাধার মুখে পড়ে। ঝড়ের কারণে ভূমিধস দেখা দিয়েছে। ব্রাজিলে বর্ষাকালে প্রায় সময় পাহাড় ধসের ঘটনায় বহু মানুষ প্রাণ হারান।
ব্রাজিলের কেন্দ্রীয় সরকার জানিয়েছে, দুর্যোগ কবলিত এলাকায় উদ্ধার তৎপরতায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। নিখোঁজদের সন্ধান চলছে।
গত জানুয়ারিতে ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলে একই পরিস্থিতিতে অন্তত ২৮ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। আর গত ডিসেম্বরে মৃত্যু হয় ২৪ জনের। বিশেষজ্ঞরা বলছেন, আশঙ্কাজনকভাবে জলবায়ু পরিবর্তনে এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে।