করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে প্রতিদিনই মৃত্যু মিছিলে যোগ হচ্ছে হাজারো মরদেহ। মঙ্গলবার (১৮ মে) গত ২৪ ঘন্টায় ৪ হাজার ৩২৯ জন মারা গেছেন। ভারতে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একদিনে এত সংখ্যক মানুষের মৃত্যু আর কখনও দেখেনি বিশ্বের বৃহত্তম এই গণতান্ত্রিক দেশটি। এই মৃত্যুর তালিকায় একদিনে ৫০ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী মারা গেছেন বলে দেশটির মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভ ‘র খবরে বলা হয়েছে।
মঙ্গলবার আইএমএ’র এক বিবৃতিতে বলা হয়, চলমান দ্বিতীয় ঢেউয়ে ভারতে এ পর্যন্ত ৯৮০ ডাক্তার মারা গেছেন। বিবৃতিতে বলা হয়, করোনার প্রথম ঢেউয়ে দেশটিতে ৭৩৬ জন চিচকিৎসক মারা যান। দ্বিতীয় ঢেউয়ে মারা যাওয়া ডাক্তারদের মধ্যে মাত্র তিন শতাংশ টিকার পুরো ডোজ নিয়েছিলেন।
আইএমএর সাধারণ সম্পাদক ডা. জয়েশ লেলে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি অনলাইনকে বলেন, ‘দেশজুড়ে একদিনে ৫০ জন চিকিৎসকের মারা যাওয়া অত্যন্ত দুঃখজনক।’
এর মধ্যে দিয়ে করোনার দ্বিতীয় ঢেউয়ের মেয়াদে মৃত চিকিৎসকদের সংখ্যা দাঁড়াল ২৪৪ জনে। অনেক ডাক্তার এখনো ভ্যাকসিন নেননি এবং ফ্রন্টলাইনে থাকা সব ডাক্তারের টিকা নেওয়া নিশ্চিত করতে সংস্থাটি যথাসাধ্য চেষ্টা করবে।’
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে এ পর্যন্ত ২ লাখ ৭৮ হাজার ৭১৯ জনের মৃত্যু হয়েছে। রবিবার (১৬ মে) থেকে বেড়ে যায় মৃত্যুর সংখ্যা। ওইদিন গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ হাজার ৭৭ জন মারা গেছেন। এনিয়ে ওইদিন পর্যন্ত মৃত্যু হয়েছিল ২ লাখ ৭০ হাজার ৩১৯ জনের।
গত কয়েকদিনের হিসেবে দেখা যায়, শনিবার (১৫ মে) পর্যন্ত দেশটিতে করোনায় মোট মারা গিয়েছিল ২ লাখ ৬৬ হাজার ২৪২ জন। ওইদিন গত ২৪ ঘন্টায় দেশটিতে ৩ হাজার ৮৯০ জনের মৃত্যু হয়।
বাংলাদেশের প্রতিবেশি এই দেশটিতে শুক্রবার (১৪ মে) পর্যন্ত ২ লাখ ৬২ হাজার ৩৬০ জন মারা গেছেন। বৃহস্পতিবার (১৩ মে) এই সংখ্যা ছিল ২ লাখ ৫৮ হাজার ৩৫১। এহিসেবে শুক্রবার গত ২৪ ঘন্টায় দেশটিতে মোট ৪ হাজার ৯ জন মারা গেছেন।
বুধবার (১২ মে) পর্যন্ত দেশটিতে মারা গিয়েছিল ২ লাখ ৫৪ হাজার ২২৫ জন। বৃহস্পতিবার গত ২৪ ঘন্টায় দেশটিতে মৃত্যু হয়েছে ৪ হাজার ১২০ জনের। মঙ্গলবার (১১ মে) পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছিল ২ লাখ ৫০ হাজার ২৫ জনের। বুধবার গত ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ৪ হাজার ২০০জন। সোমবার (১০ মে) পর্যন্ত দেশটিতে মৃত্যুর সংখ্যা ছিল ২ লাখ ৪৬ হাজার ১৪৬। মঙ্গলবার গত ২৪ ঘন্টায় দেশটিতে মারা যায় ৩ হাজার ৮৭৯ জন।