মমতার আসনে উপনির্বাচন ৩০ সেপ্টেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ৫, ২০২১, ০৬:০৪ এএম

মমতার আসনে উপনির্বাচন ৩০ সেপ্টেম্বর

ভারতের পশ্চিমবঙ্গে ভবানীপুরের উপ-নির্বাচনের দিন ধার্য করেছে দেশটির নির্বাচন কমিশন। আগামী ৩০ সেপ্টেম্বর এ আসনে ভোটগ্রহণ হবে, আর ফল ঘোষণা হবে ৩ অক্টোবর।

এই ভোটের মধ্য দিয়ে ফের লড়ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বিধানসভা নির্বাচনে তিনি নন্দীগ্রাম আসনে লড়াই করে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিলেন।

শনিবার (৪ সেপ্টেম্বর) এক বিবৃতিতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবানীপুরসহ রাজ্যের ৩ কেন্দ্রের নির্বাচনের বিজ্ঞপ্তি জারি হবে আগামী ৬ সেপ্টেম্বর। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ দিন ১৬ সেপ্টেম্বর। ভোটগ্রহণ হবে ৩০ সেপ্টেম্বর এবং ৩ অক্টোবর ফল প্রকাশ। 

২০২১ বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়ে জয়ী হয়েছিলেন রাজ্যের মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। পরে তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেওয়ায় ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের প্রয়োজন পড়েছে। 

তৃণমূল সূত্রের খবর, উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে লড়বেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই। এর আগে ২০১৬ সালেও ভবানীপুর কেন্দ্র থেকেই বিধায়ক হন মমতা। 

এদিকে বিধানসভা নির্বাচনের সময় মুর্শিদাবাদের দুই কেন্দ্র সমশেরগঞ্জ এবং জঙ্গিপুরে প্রার্থীর মৃত্যুর জন্য ভোট হয়নি। সেই কেন্দ্রদুটিতেও ৩০ সেপ্টেম্বর নির্বাচন হবে। 

উপনির্বাচন নিয়ে ৩১ আগস্ট পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের কাছে মতামত জানতে চেয়েছিল কমিশন। বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের মতামত জানিয়েছে। ইতোমধ্যে ভোট নিয়ে রাজ্য প্রশাসন ও রাজ্যের নির্বাচন কমিশনের কর্তাদের সঙ্গে বৈঠক করেছে কমিশন। রাজ্যের প্রশাসনিক কর্তারা নির্বাচন কমিশনের কাছে কেন্দ্র ধরে ধরে করোনার পরিসংখ্যান তুলে ধরেছেন। সেই সঙ্গে কমিশনকে রাজ্যের মুখ্যসচিব আলাদা করে চিঠি লিখে জানিয়ে দেন, রাজ্য প্রশাসন পুজোর ছুটির আগেই উপনির্বাচনের পক্ষে। 

রাজ্যের প্রস্তাব এবং করোনা পরিসংখ্যান খতিয়ে দেখেই আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সেই সঙ্গে বিধানসভা নির্বাচনের সময় মুর্শিদাবাদের যে দুটি কেন্দ্রে ভোট করা যায়নি, সেই কেন্দ্রগুলোতেও ভোটগ্রহণ হবে এ দিন। 

 সূত্র: আনন্দবাজার।

Link copied!