মমতার ভাগ্য নির্ধারণে ভোট চলছে ভবানীপুরে

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২১, ১১:১৫ এএম

মমতার ভাগ্য নির্ধারণে ভোট চলছে ভবানীপুরে

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার উপনির্বাচনে ভবানীপুরের ২৮৭টি বুথে ভোট শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৭ টায় এই ভোট গ্রহণ শুরু হয়। গত বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম আসনে হেরে যাওয়ায় মুখ্যমন্ত্রী হিসেবে থাকতে হলে মমতাকে অবশ্যই বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে হারাতেই হবে।  

ভবানীপুর ছাড়াও সমশেরগঞ্জ ও জঙ্গিপুর আসনের বিধানসভা নির্বাচনও আজ। তবে, সবার নজরই ভবানীপুর উপনির্বাচনের দিকে। কেননা এই আসনেই নির্ধারিত হবে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় পশ্চিমবঙ্গের প্রধানমন্ত্রী থাকতে পারবেন কিনা।

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে সব বুথে সিসিটিভি ক্যামেরা এবং মাইক্রো অবজারভার রাখা হয়েছে। এছাড়া সাড়ে ৩ হাজার কেন্দ্রীয় বাহিনীও রয়েছে ভবানীপুরের বুথে বুথে।

এদিকে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকাল ৪টার পর মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে আসার কথা রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।

১০ বছর আগে প্রথম বার মুখ্যমন্ত্রী পদে বসার পর এই ভবানীপুরে জিতে প্রথম বার বিধানসভায় গিয়েছিলেন মমতা।

২ লাখ ২৫ হাজার ভোটারের এই বুথে মমতার বিরুদ্ধে ভবানীপুরের এ উপনির্বাচনে বিজেপির প্রার্থী আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল, সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাসসহ সব মিলিয়ে ১২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Link copied!