মিয়ানমার: শরণার্থীদের অনুপ্রবেশে উদ্বিগ্ন মিজোরাম

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ২০, ২০২১, ০১:৪৫ পিএম

মিয়ানমার: শরণার্থীদের অনুপ্রবেশে উদ্বিগ্ন মিজোরাম

মিয়ানমারে থামছে না মৃত্যুর মিছিল, প্রতিনিয়ত মৃত্যু তালিকা দীর্ঘ হচ্ছে। শুক্রবার (১৯ মার্চ)  দেশটির চলমান জান্তা বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে দশজন প্রাণ হারান। এ নিয়ে গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকে ২৩৭জন প্রাণ হারিয়েছেন, গ্রেপ্তার হয়েছেন ২ হাজারের বেশি।

মিয়ানমার-ভারত সীমান্ত। ছবি: সংগৃহীত।

বিক্ষোভকারীদের ওপর সরকারের ধর-পাকড়ের কারণে এ পর্যন্ত অন্তত ১ হাজারের বেশি মিয়ানমারের নাগরিক ভারতে আশ্রয় নিয়েছেন বলে জানিয়েছে মিয়ানমার সীমান্তবর্তী ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরাম। মিজোরামের রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের কাছে সীমান্তে শরণার্থী শিবির স্থাপনের আহ্বান জানিয়েছেন। মিজোরামের পার্লামেন্ট সদস্য জে ভানলালভানা বলেন, ‘অন্যথায়, সব শরণার্থী ভারতে ছড়িয়ে পড়বে।’

শুক্রবার বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে দশজন প্রাণ হারান। ছবি: রয়টার্স।

জান্তা সরকারের কঠোর ও রক্তক্ষয়ী পদক্ষেপ বিক্ষোভকারীদের দমাতে পারছে না, তারা গণতন্ত্র ফিরিয়ে আনা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপিয় ইউনিয়ন জান্তা সরকারের ওপর আরো কঠোর পদক্ষেপ আরোপের ঘোষণা দিয়েছে। মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদ মিয়ানমারে সেনা অভ্যুত্থানের নিন্দা জানিয়ে রেজ্যুলেশন পাশ করেছে।

সূত্র: আল-জাজিরা।

 

Link copied!