যুক্তরাষ্ট্রে গোলাগুলির ঘটনায় ৩ দিনে নিহত ১৫০

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ৬, ২০২১, ১২:২৯ পিএম

যুক্তরাষ্ট্রে গোলাগুলির ঘটনায় ৩ দিনে নিহত ১৫০

চলতি মাসের ৩ দিনে পুরো যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতার চার শতাধিক ঘটনায় অন্তত ১৫০ জন নিহত হয়েছেন। দেশটির গান ভায়োলেন্স আর্কাইভের বরাত  দিয়ে বার্তা সংস্থা সিএনএন এসব তথ্য জানিয়েছে।   

সিএনএন জানায়, স্থানীয় সময় শুক্রবার (০২ জুলাই) থেকে রবিবার (৪ জুলাই ) পর্যন্ত সময়ে  দেশটিতে  ৪ শতাধিক বন্দুক সহিংসতার ঘটনা ঘটে। গান ভায়োলেন্স আর্কাইভ বন্দুক সহিংসতার ঘটনা ও হতাহতের সংখ্যা এখনো আপডেট করছে  বলেও সিএনএন-এর খবরে বলা হয়।

গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ি, নিউইয়র্ক অঙ্গরাজ্যে গত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত সময়ে বন্দুক সহিংসতার ২১টি ঘটনা ঘটে। এসব গোলাগুলির ঘটনায় ২৬ জন মারা গেছেন। গত বছর একই সময়ে ২৫টি গোলাগুলির ঘটনায় ৩০ জনের মৃত্যু হয়েছিল বলে নিউ ইয়র্ক পুলিশ বিভাগ জানিয়েছে।  

নিউইয়র্ক পুলিশ বিভাগের তথ্য অনুযায়ি, নিউ ইয়র্ক শহরে স্থানীয় সময় ৪ জুলাই ১২টি বন্দুক সহিংসতার ঘটনায় ১৩ জন মারা গেছেন। গত বছর একই সময়ে নিউ ইয়র্ক শহরে ৮টি বন্দুক সহিংসতার ঘটনা ঘটে এবং ৮ জনের মৃত্যু হয়।

গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য অনুযায়ি, গত বছরের তুলনায় চলতি বছর বন্দুক সহিংসতার ঘটনা ৪০ ভাগ বেড়ে গেছে। চলতি বছর নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে বন্দুক সহিংসতার ৭৬৭ টি ঘটনায় ৮৮৫ জনের মৃত্যু হয়েছে।

সিএনএন জানায়, যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শুক্রবার ভোর ৬টা থেকে সোমবার ৬টা পর্যন্ত সময়ে ১৪ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এসময়ে গুলিবিদ্ধ আহত হয়েছেন ৮৫ জন। আহতদের মধ্যে ৫ বছরের একটি শিশু রয়েছে।ওই শিশুটি রবিবার (০৪ জুলাই) বিকেলে আহত হয়। নিহতদের মধ্যে আর্মি ন্যাশনাল  গার্ডের এক সদস্য রয়েছেন। গোলাগুলিরে ঘটনায় শিকাগো পুলিশের দুই কর্মকতা আহত হয়েছেন বলেও সিএনএন জানায়।

সূত্র: সিএনএন

Link copied!