রাশিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত ১৬

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১০, ২০২১, ০৪:২৪ পিএম

রাশিয়ায় বিমান দুর্ঘটনায় নিহত ১৬

রাশিয়ায় বিমান দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) রাশিয়ার তাতারাস্তান শহরের নিকটে একটি এল-৪১০ বিমান বিধ্বস্ত হয়।

দেশটির জরুরি সহায়তাবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে,  দুর্ঘটনার সময় বিমানটিতে একদল স্কাইডাইভার ছিলেন। টিএএসএস বার্তা সংস্থা জানায়, ঘটনাস্থল থেকে ৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুই পাইলটও ছিলেন।

বিমানটি ছিলো সর্ট রেঞ্জর দুই ইঞ্জিন বিশিষ্ট লেট এল-৪১০ টুরবুলেট। সাম্প্রতিক সময়ে রাশিয়া তাদের এভিয়েশন নিরাপত্তার মানদণ্ড বৃদ্ধি করা হয়েছে। চলতি বছর সেপ্টেম্বরে একই ধরনের দুর্ঘটনায় সাইবেরিয়ায় চারজন নিহত ও ১২ জন আহত হন। 

১৯৭০ সালে চেক প্রজাতন্ত্র দুই ইঞ্জিন বিশিষ্টি স্বল্প দূরত্বে পরিবহনযোগ্য এল-৪১০ টার্বোলেড বিমানটি তৈরি করে। 

সূত্র: এএফপি।

Link copied!