সোমালিয়ায় ভয়াবহ গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১০০

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৩০, ২০২২, ০৮:৩৫ পিএম

সোমালিয়ায় ভয়াবহ গাড়িবোমা হামলা, নিহত অন্তত ১০০

পূর্ব আফ্রিকার দেশ সোমালিয়ায় ভয়াবহ গাড়িবোমা হামলায় কমপক্ষে ১০০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০০ জন। গতকাল শনিবার পূর্ব আফ্রিকার এই দেশটির রাজধানী মোগাদিশুর শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে দু’টি গাড়ি বোমা বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে।

প্রেসিডেন্ট হাসান শেখ মোহামুদ বলেছেন, আমাদের লোকজন যারা নির্মম এই হত্যাযজ্ঞের শিকার হয়েছে, তাদের মধ্যে শিশু কোলে থাকা মায়েরা আছেন, আছেন শারীরিকভাবে অসুস্থ বাবা, পড়তে পাঠানো শিক্ষার্থী আর পরিবার নিয়ে চলতে হিমশিম খাওয়া ব্যবসায়ীরাও।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, রয়টার্স বলছে, শনিবারের ওই বিস্ফোরণের ঘটনার পর কেউই তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি। যদিও এই ঘটনার পেছনে সোমালিয়ার প্রেসিডেন্ট জঙ্গিগোষ্ঠী আল শাবাবকে দায়ী করেছেন। সাধারণত যেসব হামলায় বিপুল সংখ্যক হতাহতের ঘটনা ঘটে সেসব ঘটনায় দায় স্বীকার করা এড়িয়ে যায় আল শাবাব।

শনিবার যে দুটি বোমার বিস্ফোরণ ঘটেছে তার প্রথমটি মোগাদিশুর একটি ব্যস্ত চত্বরের কছে অবস্থিত শিক্ষা মন্ত্রণালয়ে আঘাত হানে। এতে হতাহতদের সরিয়ে নিতে অ্যাম্বুলেন্স ও সাধারণ মানুষ এগিয়ে আসার পর ঘটে দ্বিতীয় বোমার বিস্ফোরণ। 

Link copied!