নভেম্বর ৪, ২০২৩, ০৩:৩৭ পিএম
ঢাকা মহানগর (উত্তর) বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান ও ছাত্রদলের সহসভাপতি নাজমুল আহসানকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ নভেম্বর) দিবাগত গভীর রাতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে কয়েক ব্যক্তি তাঁদের তুলে নিয়ে গেছেন।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান শনিবার ( ৪ নভেম্বর) প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন।
তবে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন প্রতিবেদনে বলেন, বিএনপি নেতা আনোয়ারুজ্জামান ও ছাত্রদল নেতা নাজমুল আহসানকে আটকের বিষয়ে কোনো তথ্য তাঁর জানা নেই।
বিএনপি নেতা ও সাবেক কমিশনার আনোয়ারুজ্জামানের আইনজীবী কবির হোসেন এক প্রতিবেদনে বলেন, বিএনপি নেতা আনোয়ারুজ্জামানের পরিবারের সদস্যরা তাঁকে জানিয়েছেন, ডিবি পরিচয়ে আনোয়ারকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার গভীর রাতে আটক করা হয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে। পরে পল্টন থানার মামলায় আমীর খসরু মাহমুদ ও জহির উদ্দিনকে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।