খালেদা জিয়ার ১১ মামলার অভিযোগ গঠনের শুনানি ১২ অক্টোবর

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১৪, ২০২৩, ১২:০৯ এএম

খালেদা জিয়ার ১১ মামলার অভিযোগ গঠনের শুনানি ১২ অক্টোবর

সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা রাষ্ট্রদ্রোহের মামলাসহ ১১টি মামলার অভিযোগ গঠনের শুনানি পিছিয়ে আগামী ১২ অক্টোবর দিন নির্ধারণ করেছেন আদালত। 

এসব মামলায় বুধবার (১৩ সেপ্টেম্বর) খালেদা জিয়ার হাজিরার দিন ধার্য ছিল। কিন্তু অসুস্থতাজনিত কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি। এর পরিপ্রেক্ষিতে তাঁর আইনজীবী সময়ের আবেদন করলে তা মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

১১টি মামলার মধ্যে ১০টি মামলা করা হয় অগ্নিসংযোগের অভিযোগে। মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের শহীদদের নিয়ে রাষ্ট্রদ্রোহী মন্তব্যের অভিযোগে ঢাকার আদালতে একটি মামলা করা হয়।

এছাড়াও খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে গ্যাটকো, নাইকো ও বড়পুকুরিয়া কয়লাখনির ৩টি মামলা ঢাকার ৩টি বিশেষ আদালতে বিচারাধীন রয়েছে। দ্বিতীয় অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আদালতে আরও দুটি মামলা বিচারাধীন।

Link copied!