বিচারপতি অসুস্থ

পেছাল আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে রিটের শুনানি

জাতীয় ডেস্ক

জুলাই ৩১, ২০২৪, ০৬:৩৪ এএম

পেছাল আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা চেয়ে রিটের শুনানি

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

একজন বিচারপতি অসুস্থ থাকায় আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে রিটের আদেশ পেছাল।

বুধবার (৩১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে প্রধান বিচারপতির দপ্তর।

জানা গেছে, এদিন সকালে সংশিষ্ট আদালতের কনিষ্ঠ বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে প্রধান বিচারপতির কাছে ছুটি নেন। যে কারণে আজ শুনানি হচ্ছে না।

এর আগে, মঙ্গলবার (৩০ জুলাই) তাকে ফের ছয় মাসের জন্য অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়।
 

Link copied!