ঘরে তেলাপোকা মারার ওষুধে স্কুলশিক্ষার্থী দুই ভাইয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

জুন ৬, ২০২৩, ০৩:৩৩ এএম

ঘরে তেলাপোকা মারার ওষুধে স্কুলশিক্ষার্থী দুই ভাইয়ের মৃত্যু

ঘরে তেলাপোকা মারার ওষুধ থেকে বিষক্রিয়া হয়ে স্কুলপড়ুয়া দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রবিবার ঘটনাটি ঘটেছে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায়।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম আসাদুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত দুই ভাইয়ের নাম শায়েন মোবারত জাহিনের (১৫) ও শাহিল মোবারত জায়ান (৯)।

তারা কুমিল্লা জেলার মুরাদনগরের বাসিন্দা মোবারক হোসেনের সন্তান।  তিনি ঢাকা রয়েল ক্লাব লিমিটেডের (উত্তরা) প্রতিষ্ঠাতা সভাপতি বলে জানা গেছে।

পারিবারিক ও থানা সূত্র জানায়, মোবারক হোসেন (তুষার) ও শারমিন জাহান (লিমা) দম্পতি দুই ছেলে এবং এক মেয়েকে নিয়ে ওই ফ্ল্যাটে থাকতেন। তিন সন্তানের মধ্যে মেয়েটি ছিল মেজ। গত শুক্রবার তেলাপোকার উৎপাত থেকে বাঁচতে একটি প্রতিষ্ঠানের কর্মীদের বাসায় ডেকে আনলে তাঁরা বাসায় তেলাপোকা মারার ওষুধ স্প্রে করে যান। যাওয়ার সময়  ছয় ঘণ্টা যেন বাসায় না ঢোকার ব্যাপারে সতর্ক করে যান। পাশাপাশি পুরো ঘর পরিষ্কার করে ঘুমতে যাওয়ার কথা বলেছিলেন। তবে পরিবারটি তা না করে ছয় ঘণ্টা পর বাইরে থেকে বাসায় ফিরে ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে প্রথমে ছোট ছেলে শাহিল মোবারত ও পরে তার বড় ভাই শায়েন মোবারত অসুস্থ হয়ে পড়েন।

রবিবার ভোরে দুই ভাইকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা–নিরীক্ষা করে শাহিলকে মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাতে শায়েনও মারা যায়। এই দম্পতির অপর সন্তান মেয়েটি সুস্থ আছে।

ভাটারা থানার ওসি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে তেলাপোকা মারার ওষুধ থেকে বিষক্রিয়া হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এরপরও তাদের মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে।

Link copied!