চুরি হয়ে গেল গবেষণার ৩৮ মোরগ

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১০, ২০২৩, ০৯:৫৫ পিএম

চুরি হয়ে গেল গবেষণার ৩৮ মোরগ

সংগৃহীত ছবি

গবেষণার জন্য রাখা হয়েছিল ৩৮টি মোরগ। তবে ঈদুল আজহার আগের রাতেই ওইসব মোরগ চুরি হয়ে গেছে। রাজধানীর অদূরে সাভারে প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) এ ঘটনা ঘটেছে।

সোমবার (১০ জুলাই) বিষয়টি জানিয়েছে প্রতিষ্ঠানটির পোলট্রি গবেষণা শাখা। মোরগগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন মনিরুল ইসলাম নামের কর্মচারী। ঈদের আগের রাতে (২৮ জুন) ৫ নম্বর পিওরলাইন মেল সেড থেকে ওই চুরির ঘটনা ঘটেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

মোরগগুলোর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “ঈদের আগের দিন রাতে কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে৷ আমাদের এই সেডে ৩০০ টি মোরগ রয়েছে। এর মধ্যে আরআরআই ও হোয়াইট লেগুন জাতের ৩৮টি মোরগ চুরি হয়ে গেছে “

এসময় তিনি আরও বলেন, “ আমরা ডিউটি করি সকাল থেকে বিকেল পর্যন্ত। এর পর দায়িত্ব থাকে নিরাপত্তা কর্মীদের ওপর।”

প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের একটি সূত্র জানায়, মোরগ চুরির ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তবে কমিটিতে কারা আছেন তাদের নাম জানাতে অপরাগতা প্রকাশ করেছে ওই সূত্র।

 

Link copied!