যুক্তরাষ্ট্রের একটি কোম্পানির ৯০০ কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে। মাত্র তিন মিনিটের জুম মিটিংয়ে যুক্তরাষ্ট্রের মর্টগেজ কোম্পানি বেটার ডট কমের ভারতীয় বংশোদ্ভূত মার্কিন প্রধান নির্বাহী কর্মকর্তা(সিইও) বিশাল গর্গ ওইসব কর্মচারীদের চাকরিচ্যুত করেন। খবর: আনন্দবাজারের।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়, গণ ছাঁটাইয়ের কারণ হিসেবে বিশাল গর্গ কর্মচারীদের দক্ষতা, কর্মক্ষমতা ও উৎপাদনশীলতাকে দায়ী করেছেন।
এর আগে, জুমকলে সংযুক্ত হয়ে বিশাল গর্গ বলেন, “এটি এমন এক খবর, যা আপনি কখনো শুনতে চাইবেন না। আপনি যদি এই কলে যুক্ত হয়ে থাকেন, তবে আপনি সেই অভাগাদের দলে, যাদের ছাঁটাই করা যাচ্ছে। এখান থেকে আপনাকে শিগগিরই ছাঁটাই করা হবে।”
প্রতিবেদনে বলা হয়, সামনে ছুটির মৌসুম শুরু হবে। তার আগে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছিল সংস্থার পক্ষে। সময় মতো হাজিরও হয়েছিলেন কর্মীরা। হঠাৎই বৈঠকে যোগ দিয়ে সিইও জানিয়ে দেন, একসঙ্গে ১৫ শতাংশ অর্থাৎ ৯০০ কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি। প্রতিষ্ঠানের এক কর্মী ওই জুমকল ভিডিও করেন এবং সেটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন। এমন ছাঁটাইয়ে বেশ সমালোচনার মুখে পড়েছেন বিশাল গর্গ।
ডেইলি মেইলের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, গর্গ বলেন, “এটা আমার জীবনে দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছে। আমি কোনোভাবেই এমন কাজ করতে চাই না। আমি এর আগেরবার খুব কেঁদেছি।” তবে এবার আমি খুব শক্ত থাকার চেষ্টা করছি বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, “‘বাজার, দক্ষতা, কর্মক্ষমতা ও উৎপাদনশীলতা কমে যাওয়ায় আমরা বেটারের ১৫ শতাংশ কর্মী ছাঁটাই করতে বাধ্য হচ্ছি।’জুমকলে বিশাল গর্গ ১৫ শতাংশ বললেও পরে কোম্পানির এক মুখপাত্র জানান, সেটার প্রকৃত পরিমাণ ৯ শতাংশ।
এর আগেও বেটারের প্রধান নির্বাহী কর্মকর্তা বিশাল গর্গ একটি ই-মেইল করে কর্মী ছাঁটাই করেছিলেন। সেবারও তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন।