মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বেয়াড়া কুকুর মেজরকে আবারো হোয়াইট হাউস ছাড়তে হচ্ছে। আদব কায়দা শেখানোর জন্য তাকে স্কুলে পাঠানো হচ্ছে, যেন সে প্রেসিডেন্টের কুকুরের মতোই কেতাদুরস্ত হয়ে ওঠে।
মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেনের মুখপাত্র মিশেল লা রোজা বলেন, মেজরকে অতিরিক্ত কিছু প্রশিক্ষণ দেয়া হবে যেন সে হোয়াইট হাউসের জীবনের সাথে আরো ভালোভাবে মানিয়ে নিতে পারে।
তিনি আরও জানান, ওয়াশিংটন ডিসি এলাকাতেই তার প্রশিক্ষণ চলবে। এতে কয়েক সপ্তাহ সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।
প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর হোয়াইট হাউসে বসবাস শুরু করলে দীর্ঘদিনের পোষা কুকুর মেজরকেও ডেলওয়ার থেকে সঙ্গে নিয়ে আসেন জো বাইডেন। কিন্তু হোয়াইট হাউসের জীবনের সাথে জার্মান শেফার্ড এই কুকুর নিজেকে মানাতে পারছিল না।
জানুয়ারির শেষ দিকে হোয়াইট হাউজে উঠার পর মেজরের মেজাজ বিগড়ে যায়। এ সময় তাকে কিছুদিনের জন্য ডেলওয়ারে পাঠিয়ে দেয়া হয়। এছাড়া প্রশিক্ষণও দেয়া হয় তাকে। কিন্তু তা যথেষ্ট ছিল না বলে মনে করা হচ্ছে।
হোয়াইট হাউসে আসার পর প্রথম দিকে দুইজনকে কামড়ে দেয় মেজর। প্রথম কামড়ের পর তাকে বাইডেনের বাড়িতে নিয়ে গিয়ে প্রশিক্ষণও দেয়া হয়েছিল। তাতেও লাভ হয়নি। মেজর আবার কামড়েছে একজনকে। ফলে তাকে হোয়াইট হাউস ছেড়ে যেতে হচ্ছে বাড়তি প্রশিক্ষণের জন্য। আপাতত আগামী কয়েক সপ্তাহ ধরে তার প্রশিক্ষণ চলবে।
এদিকে বাইডেন পরিবার হোয়াইট হাউসে চ্যাম্প নামের আরেকটি কুকুরও নিয়ে আসে। মেজরের প্রশিক্ষণ চলাকালে সে হোয়াইট হাউসে থাকবে বলে জানানো হয়েছে।
‘মেজরের’ বয়স ৩ বছর। এই কুকরটি বেশ দুরন্ত ও আক্রমণাত্মকও। ২০১৮ সালে ডেলাওয়ারের একটি প্রাণী আশ্রয়কেন্দ্র থেকে মেজরকে পোষার জন্য নিয়ে আসেন বাইডেন। আর ‘চ্যাম্পের’ বয়স ১৩ বছর। বয়স বাড়ার কারণে এই কুকরটি শারীরিকভাবে ধীর হয়ে পড়েছে।