শুঁড় দিয়ে কল চেপে পানি পান করল হাতি!

আন্তর্জাতিক ডেস্ক

সেপ্টেম্বর ৬, ২০২১, ০২:২৩ এএম

শুঁড় দিয়ে কল চেপে পানি পান করল হাতি!

ভারতের  জলশক্তি মন্ত্রণালয়ের প্রকাশিত এক ভিডিও ফুটেজে দেখা যায়,নিজের শুঁড় দিয়ে কলের পানি চেপে পান পান করছে একটি বয়স্ক হাতি।

শনিবার (৪ সেপ্টেম্বর) দেশটির গণমাধ্যম এনডিটিভির প্রকাশিত এক প্রতিবেদনে জানা যায়, তৃষ্ণার্ত ওই হাতিটি হয়তো আশেপাশে কোনো হ্রদ কিংবা ডোবায় না পেয়ে পানি খেতে ডাঙ্গায় উঠে আসে। তৃষ্ণার্ত হাতির এমন সংগ্রাম প্রমাণ করে পানির প্রতিটি ফোটার গুরুত্ব কতটা অপরিসীম; যা দিয়ে সব প্রাণী তৃষ্ণা নিবারণ করে।

জলবায়ু পরিবর্তন পৃথিবীর জন্য কতটা বিপদ ডেকে আনছে তারও প্রমাণ মিলছে হাতির কল চেপে পানি খাওয়ার ভিডিওতে। বিশেষত উপকূলীয় জনপদে লবণাক্ততার প্রকোপ বেড়ে যাওয়ার বিষয়টি পানীয় জলের সমস্যাকে আরও প্রকট করে তুলেছে।

ভিডিওটি পোস্ট করে টুইটারে ভারতের জলশক্তি মন্ত্রণালয়ের দেওয়া বার্তাটিও স্পষ্ট। ভিডিওর ক্যাপশনে লিখেছে, ‘একটি হাতিও এক এক ফোটা পানির গুরুত্ব বোঝে। তাহলে আমরা কেন বুঝি না? আসুন আজ এই প্রাণীর কাছ থেকে কিছু শিখি।’

গত ৩ সেপ্টেম্বর পোস্ট হওয়া ভিডিওটি হাজার হাজার মানুষ দেখেছেন। পানির যথেচ্ছ ব্যবহার ও পানি অপচয় করা নিয়ে উদ্বিগ্ন এক টুইটার ব্যবহারী তো এক ধাপ এগিয়ে লিখেছেন, ‘আমাদের মানুষের চেয়ে অন্যান্য প্রাণী আরও বেশি বুদ্ধিমান।’

পৃথিবীর ৭০ শতাংশ পানি হলেও সুপেয় পানির খুব সংকট। বিশ্বে যে পরিমাণ পানি মজুত আছে তার মাত্র ৩ শতাংশ সুপেয়। এর মধ্যে দুই-তৃতীয়াংশ বরফাচ্ছাদিত। এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে নদী-নালা খাল-বিলও দিন দিন শুকিয়ে যাচ্ছে। 

Link copied!