শাহাজাহান চৌধুরীর বক্তব্যে বিতর্ক, গ্রেপ্তারের দাবি বিএনপির

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৫, ০৪:৫৪ পিএম

শাহাজাহান চৌধুরীর বক্তব্যে বিতর্ক, গ্রেপ্তারের দাবি বিএনপির

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম অঞ্চলে অনুষ্ঠিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলনে জামায়াতের সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম নগর জামায়াতের সাবেক আমীর শাহাজাহান চৌধুরীর বিতর্কিত বক্তব্যের কারণে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিএনপি ওই বক্তব্যের জন্য তাকে গ্রেপ্তারের দাবি জানায়। যদিও জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, যা বক্তব্য নিয়ে এত আলোচনা-সমালোচনা হচ্ছে, তা তার ব্যক্তিগত, দলের নয়।

চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান সমকালকে বলেন, ‍‍`জামায়াতের নেতা শাহাজাহান চৌধুরীর বক্তব্যের মধ্য দিয়ে প্রমাণিত হয় তারা নতুন করে আরেকটি ফ্যাসিবাদ কায়েম করতে চায়। তার বক্তব্যের মধ্য দিয়ে বোঝা যায়, আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে না। এমন বক্তব্যের জন্য আমরা তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।‍‍`

তবে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান সমকালকে বলেন, ‍‍`প্রশাসন পূর্ণ পেশাদারিত্ব নিয়ে দায়িত্ব পালন করবে। এখানে দলীয় হস্তক্ষেপ কাম্য নয়। কারণ এটি সুশাসন প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা তৈরি করবে। স্বাধীনভাবে কাজ করতে পারবে না। চট্টগ্রাম নগর জামায়াতের সাবেক আমির আমাদের দায়িত্বশীল সম্মেলনে যে কথাগুলো বলেছেন, সেটি তার ব্যক্তিগত বক্তব্য।‍‍`

গত শনিবার রাতে চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলা মিলিত নির্বাচনী দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান।

সম্মেলনে চট্টগ্রামের সাতকানিয়া আসনে জামায়াত প্রার্থী ও দলের প্রভাবশালী নেতা শাহাজাহান চৌধুরী বলেন, ‍‍`নির্বাচনে জয়লাভ করতে হলে প্রশাসনকে, প্রশাসনের সবাইকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। পুলিশকে, ওসিকে আমাদের পেছনে ছুটে আসতে হবে।‍‍` তিনি আরও বলেন, ‍‍`নির্বাচন শুধু জনগণ দিয়ে হয় না। প্রশাসনকে আমাদের কথায় উঠতে, বসতে হবে, মামলা দায়ের করবে, গ্রেপ্তার করবে।‍‍` দলের প্রার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‍‍`ওসি সাহেব সকালে আপনার প্রোগ্রাম জেনে নেবেন এবং প্রটোকল দেবেন।‍‍` তিনি আরও মন্তব্য করেন, ‍‍`এবার জামায়াতকে ক্ষমতায় নিতে আল্লাহ সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।‍‍`

শাহাজাহান চৌধুরী আরও বলেন, ‍‍`যতটুকু জেনেছি আগামী ৫ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে জয়লাভ করতে হলে জনগণকে কাছে টানতে হবে। তাদের জন্য কিছু করতে হবে। না হলে তারা কেনো ভোট দেবেন। ভোট পেতে হলে কাঁদতে হবে। চোখের পানি ফেলতে হবে। চোখে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর চেহারা ভাসতে হবে। তার কথা তুলে ধরে তার প্রতীক দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চাইতে হবে।‍‍`

তিনি বলেন, ‍‍`এখন যে সুযোগ এসেছে, সেই সুযোগ আর আসবে না। শুধু মুখে মুখে আমিরে জামায়াতকে সব আসন উপহার দিয়ে দিলে হবে না। আসন উপহার দেওয়ার জন্য কাজ করতে হবে। দেয়ালে কান ঠেকিয়ে জনগণের পালস বুঝতে হবে। মানুষ জানতে চায় নির্বাচনে জিতলে প্রধানমন্ত্রী কে হবেন। জামায়াতে ডজন ডজন যোগ্য নেতা আছে। তবে আমাদের প্রধানমন্ত্রী হবেন আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান।‍‍`

সম্মেলনে জামায়াত আমির দলীয় প্রার্থীদের দায়িত্ব ও প্রচার-প্রচারণার জন্য বিভিন্ন পরামর্শ দেন। তিনি বলেন, ‍‍`নির্বাচনে কিছু দুষ্টুলোক অপকর্ম করার চেষ্টা করে। তাদের সেই চেষ্টা রুখে দিতে হবে। অনেক প্রার্থী ভোটারদের টাকা দিয়ে কিনে নিতে চান। সেটা করতে দেওয়া যাবে না। এ নিয়ে মানুষকে বোঝাতে হবে।‍‍`

এর আগে শনিবার বিকেলে ডা. শফিকুর রহমান হেলিকপ্টারে করে চট্টগ্রাম প্যারেড মাঠে অবতরণ করেন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‍‍`নির্বাচন ও গণভোট একসঙ্গে হলে নির্বাচনের জেনোসাইড হবে।‍‍`

চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির আনোয়ার আলম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা আমির আলাউদ্দিন সিকদার, খাগড়াবাড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আবদুল মোমিন প্রমুখ।

Link copied!