নভেম্বর ১, ২০২৪, ১০:০৭ এএম
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, "হাতি গর্তে পড়েছে বলে এখন চামচিকাও লাথি মারে। তবে আমরা ভিত নই।"
বৃহস্পতিবারের হামলার বিরুদ্ধে জাতীয় পার্টি অভিযোগ দিয়েছে বলেও জানান তিনি।
শুক্রবার দুপুরে রাজধানীর বনানীর কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
বৃহস্পতিবার রাতে জাতীয় পার্টির অফিসে ভাংচুর ও অগ্নিসংযোগের পর এই সংবাদ সম্মেলনে আসেন দলটির শীর্ষ নেতারা।
জি এম কাদের বলেন, ‘জাতীয় পার্টি সবসময় সন্ত্রাসের বিরুদ্ধে। আমরা কখনো সহিংস হইনি। টেন্ডারবাজি, চাঁদাবাজি জাতীয় পার্টি করে না। দলীয়করণ করা হয়নি। রাজনৈতিকভাবে আমাদের সবার সাথে সম্পর্ক ভালো।’
জি এম কাদের বলেন, ‘একটি গোষ্ঠী আমাদের অপবাদ দিয়ে ব্রান্ডিং করার চেষ্টা করছে যে, আমরা আওয়ামী লীগের দোসর। সেজন্য আমাদের শাস্তি পাওয়া উচিত, রাজনীতি থেকে বের করে দেওয়া উচিত ইত্যাদি। কিন্তু এসবের মধ্যে কোনো সত্যতা নেই। এসব আমরা এতদিন গুরুত্ব দেইনি। তবে ইদানিং দেখলাম খুব বড়সড়ভাবে আমাদের পেছনে শত্রুতা চলছে।’
‘আমাদের ধংস করার যে ষড়যন্ত্র ১৯৯০ সাল থেকে শুরু হয়েছে, এগুলো সেই ষড়যন্ত্রের একটি অংশ এসব। আমরা মনে করেছিলাম, অন্তর্বর্তী সরকার আসার পর এটি শেষ হয়ে যাবে। কিন্তু এটা শেষ হচ্ছে না।’
জি এম কাদের অভিযোগ করেন, ‘দেশ বিভক্ত করে দেওয়া হচ্ছে। কে দোষী, কে নির্দোষ তারা ঠিক করে দিচ্ছে। এই রকম করেছিল শেখ হাসিনা। শাসকগোষ্ঠী বিচারের ঊর্ধ্বে। অফিস জ্বালিয়ে দেবেন, আইনের আওতায় আনা যাবে না?’ তিনি দাবি করেন, ‘হাজার হাজার নিরপরাধ মানুষকে মামলার নামে হেনস্তা করা হচ্ছে।’
শেখ হাসিনার শাসনামলের মতো আমরা আবারও বৈষম্যের শিকার বলে উল্লেখ করে জি এম কাদের। তিনি বলেন, ‘২ নভেম্বর আমাদের সমাবেশ হবেই। অন্যায় দেখলে প্রতিবাদ করব। প্রয়োজনে জীবন দেব। ষড়যন্ত্র করা হচ্ছে আমাদের বিরুদ্ধে।’
বিচার বিভাগের নিরপেক্ষতা দাবি করে জি এম কাদের বলেন, ‘হামলার বিরুদ্ধে আমরা অভিযোগ দিয়েছি। হাতি গর্তে পড়েছে বলে এখন চামচিকাও লাথি মারে। তবে আমরা ভিত নই।’