জানুয়ারি ৫, ২০২৪, ০৭:০৬ এএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি এক দিন, কিন্তু নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর নাটকীয়তা চলছেই। নির্বাচনের শেষ মুহূর্তে এসে জাতীয় পার্টির (জাপা) আরও চারজন প্রার্থী সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহ, লক্ষ্মীপুর, রাজশাহী ও গাইবান্ধার চারজন প্রার্থী নির্বাচন বর্জনের ঘোষণা দেন। এ পর্যন্ত দলটির ১৭ জন প্রার্থী ভোট থেকে সরে দাঁড়ালেন।
গতকাল নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়া জাপার চার প্রার্থী হলেন ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের মোস্তাফিজুর রহমান, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের মুহাম্মদ রাকিব হোসেন, গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের আতাউর রহমান ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের প্রার্থী মো. শামসুদ্দিন। নিজ নিজ নির্বাচনী এলাকায় পৃথক সংবাদ সম্মেলন করে তাঁরা ৭ জানুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তের কথা জানান।