প্রতিকূলতা পেরিয়ে চার নারী স্বতন্ত্র প্রার্থীর জয়

সানজিদা হোসেন

জানুয়ারি ৮, ২০২৪, ০৮:২৬ পিএম

প্রতিকূলতা পেরিয়ে চার নারী স্বতন্ত্র প্রার্থীর জয়

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর মধ্যে মাত্র চারজন নারী জয়লাভ করেছেন। ৬২ জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে নারী প্রার্থীদের জন্য এই নির্বাচন বেশ কঠিন প্রতিদ্বন্দ্বিতার মঞ্চ ছিল।

যে চার নারী জয় পেয়েছেন তারা হলেন- সুনামগঞ্জ-২ আসনে ড. জয়া সেনগুপ্তা, মাদারীপুর-৩ আসনে তাহমিনা বেগম, গাইবান্ধা-১ আসনে আবদুল্লাহ নাহিদ নিগার,  ও হবিগঞ্জ-১ আসনে আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী।

সুনামগঞ্জ-২

আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী ড. জয়া সেনগুপ্তা সুনামগঞ্জ-২ আসনে জয়ী হয়েছেন। কাঁচি প্রতীকে জয়া পেয়েছেন ৫০ হাজার ২৯৫ ভোট। আওয়ামী লীগের প্রার্থী চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ ওরফে আল আমিন চৌধুরীকে প্রায় ৮ হাজার ভোটে পরাজিত করেছেন। তিনি পেয়েছেন ৪২ হাজার ৭৫ ভোট।

মাদারীপুর-৩

মাদারীপুর জেলার প্রথম নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (ঈগল প্রতীক) তাহমিনা বেগম। মাদারীপুর-৩ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আবদুস সোবহান ওরফে গোলাপকে ৩৪ হাজার ৬৬২ ভোটে হারিয়েছেন। তাহমিনা বেগম পেয়েছেন ৯৬,৬৩৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ৬১,৯৭১ ভোট। বিজয়ী তাহমিনা সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এই আসনে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। 

গাইবান্ধা -১

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে স্বতন্ত্র  প্রার্থী আব্দুল্লাহ নাহিদ নিগার।  জাতীয় পার্টির প্রার্থী দুইবারের এমপি ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে হারিয়ে, জয়ী হলেন ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ নাহিদ নিগার। নাহিদ নিগার (ঢেঁকি প্রতীক) পেয়েছেন ৬৬,০৪৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী  (লাঙ্গল প্রতীক) পেয়েছেন ৪৩,৪৯১ ভোট।

জোটগত সিদ্ধান্তে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে ছেড়ে দেয় গাইবান্ধা-১ আসন। এ কারণে নৌকার মনোনয়ন পেয়েও প্রার্থিতা প্রত্যাহার করতে হয় আফরোজা বারীকে৷ সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফরোজা বারীর মেয়ে আব্দুল্লাহ নাহিদ নিগার। মা মনোনয়ন প্রত্যাহার করলেও মেয়ে নাহিদ নিগার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন এবং জয়যুক্ত হন।

আসনটিতে নাহিদ নিগারসহ আর ও ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। চারজন স্বতন্ত্র প্রার্থী বাকি জাসদ, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ও বাংলাদেশ কল্যাণ পার্টিসহ দলীয় ৬ জন প্রার্থী।

হবিগঞ্জ-১

স্বতন্ত্র প্রার্থী ও সাবেক সংরক্ষিত সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী হবিগঞ্জ-১ আসনে জয়ী হয়েছেন। তিনি মোট ৭৫,০৫২ ভোট পেয়ে  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এম এ মুনিম চৌধুরী বাবুকে বিপুল ভোটে হারিয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৩০,৭০৩। ৪৪,৩৪৯ ভোটের ব্যবধানে জয়যুক্ত হন এই নারী প্রার্থী।

Link copied!