রওশনের ঘোষণা আমলে নিচ্ছি না: চুন্নু

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ২৮, ২০২৪, ১১:৩৬ এএম

রওশনের ঘোষণা আমলে নিচ্ছি না: চুন্নু

জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু।

জি এম কাদেরকে বহিষ্কার করে রওশন এরশাদ যে নিজেই নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করেছেন, একে আমলে নিচ্ছে না জাতীয় পার্টি (জাপা)।

আজ রবিবার জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু জরুরি এক সংবাদ সম্মেলনে একথা জানান।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদের এমন কর্মকাণ্ড নতুন কিছু নয় উল্লেখ করে মুজিবুল হক চুন্নু বলেন, ‘এবারই প্রথম নয়, এটা তৃতীয়বার। এর আগেও দুইবার তিনি এইরকম বাদ দিয়ে নিজেই চেয়ারম্যান ঘোষণা করেছেন। পরবর্তীতে প্রত্যাহার করেছেন উনার ঘোষণা দেওয়া ঠিক না।’

‘কাজেই উনার এই ঘোষণা আমি মহাসচিব হিসেবে নলেজে নিচ্ছি না। এটার কোনো ভিত্তি নাই। এটা অগঠনতান্ত্রিক, এ ধরনের কোনো ক্ষমতা উনার নাই। এই বিষয়টা আইনের ভাষায় যেটা বলে আমরা এটা আমলে নিচ্ছি না।’

চুন্নু বলেন, ‘আমি একটা কথাই বলেছি- এটার কোনো ভিত্তি নাই, তাই এ বিষয়ে আমাদের কোনো প্রতিক্রিয়া নাই। তাই বিষয়টি আমরা আমলে নিচ্ছি না। বেগম রওশন এরশাদ আমাদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের স্ত্রী। উনাকে শ্রদ্ধা করি, সেই শ্রদ্ধার কারণেই উনাকে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক করা হয়। প্রধান পৃষ্ঠপোষকের দলীয় সিদ্ধান্তের ব্যাপারে কোনো রকম ক্ষমতা নাই, কোনো রকম সুযোগ নাই। আলংকারিক পদ। কাজেই আলংকারিক পদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না।’

এর আগে বেলা সাড়ে ১২টার দিকে গুলশানে নিজের বাসায় দলের ‘ক্ষুব্ধ ও বঞ্চিত’ নেতাকর্মীদের নিয়ে মতবিনিময় সভা করেন রওশন এরশাদ।

সভায় জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মজিবুল হক চন্নুকে ‘অব্যাহতি’ দিয়ে নিজেই দলের হাল ধরার ঘোষণা দেন তিনি। আর কাজী মো. মামুনুর রশিদকে মহাসচিবের দায়িত্ব দেন।

Link copied!