ধ্বংস চাই না, শান্তি চাই: খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৭, ২০২৪, ০৫:১২ পিএম

ধ্বংস চাই না, শান্তি চাই: খালেদা জিয়া

খালেদা জিয়া

আমরা ধ্বংস চাই না, শান্তি চাই বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, “ছাত্র-তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করতে হবে।”

বুধবার (৭ জুলাই) বিকেল সাড়ে চারটার দিকে নয়াপল্টনে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি। বক্তব্যের শুরুতে খালেদা জিয়া বলেন, “আবার আপনাদের সামনে কথা বলতে পেরে শুকরিয়া আদায় করছি। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই আওয়ামী ফ্যাসিবাদের পতন হয়েছে। এ বিজয় বাংলাদেশের নতুন সম্ভাবনা নিয়ে এসেছে।”

বিএনপি চেয়ারপারসন বলেন, “এই বিজয় আমাদের নতুন সংগ্রামে নিয়ে এসেছে। এখন সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ করতে হবে। আসুন তরুণদের হাত শক্তিশালী করি।”

প্রতিহিংসা নয়, ভালোবাসা দিয়ে নতুন সমাজ গড়ে তোলার বার্তা দিয়ে খালেদা জিয়া বলেন, “গণতান্ত্রিক বাংলাদেশ পুননির্মাণ করতে হবে। তরুণদের স্বপ্ন বাস্তবায়ন ও শোষণহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে। আসুন, প্রতিহিংসা নয়, ভালোবাসা দিয়ে নতুন সমাজ গড়ে তুলি।”

Link copied!