জানুয়ারি ২৭, ২০২৪, ০৭:১৪ এএম
জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেন, ‘সংসদে স্পিকার স্বীকৃতি দিলেও আমরা বিরোধী দল, না দিলেও বিরোধী দলের ভূমিকায় থাকবে জাতীয় পার্টি।’
রাজধানীর বনানীতে দলটির চেয়ারম্যানের কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মুজিবুল হক বলেন, রওশন এরশাদকে সামনে রেখে নতুন কেউ কোনো দল করলে তাদের স্বাগত জানাই। কেউ নতুন দল করলেও মূল জাতীয় পার্টির কিছুই হয়নি, হবেও না।’
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ২৯৯টি আসনের মধ্যে মাত্র ১১টি আসনে জয় পেয়েছে। নির্বাচনে দলটির বেশিরভাগ প্রার্থীই জামানত হারিয়েছেন। তবে চমক জাগিয়ে ৬২টি আসনে জয় পেয়েছে স্বতন্ত্র প্রার্থীরা। তাই সংসদে কারা হবে বিরোধী দল এ নিয়ে চলছে আলোচনা।