গণতন্ত্র রক্ষার আন্দোলন দ্রুতই সফল হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
শনিবার (৯ মার্চ) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গ্যাস-বিদ্যুৎসহ নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে লিফলেট (প্রচারপত্র) বিতরণ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।
গণতন্ত্র রক্ষার আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য দলীয় নেতাকর্মীদের নির্দেশ দিয়ে মির্জা আব্বাস বলেন, ‘আগে বিএনপিতে গণতন্ত্র প্রতিষ্ঠা করে মনোবল ঠিক রেখে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যেতে হবে।’
তিনি আরও বলেন, ‘সরকার দেশ চালাতে শুধু নয়, বাজার নিয়ন্ত্রণেও পুরোপুরি ব্যর্থ। দেশে গণতন্ত্র থাকলে মানুষ আজ তাদের অধিকার ফিরে পেত, বাজার নিয়ন্ত্রণেও থাকত।’