জাতীয় পার্টির কর্মী সমাবেশে পুলিশের ব্যারিকেড ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ১১, ২০২৫, ০৪:৩৫ পিএম

জাতীয় পার্টির কর্মী সমাবেশে পুলিশের ব্যারিকেড ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শনিবার বিকেল পৌনে চারটার দিকে কর্মী সমাবেশে পুলিশ বাধা প্রদান করেছে। আইনশৃঙ্খলা বাহিনী সমাবেশকে ছত্রভঙ্গ করতে গরম পানি, রঙিন পানি ও কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশে অংশ নিতে বিপুল সংখ্যক নেতাকর্মী কার্যালয়ের সামনে উপস্থিত ছিলেন। হঠাৎ করে পুলিশ এসে ব্যারিকেড সৃষ্টি করে, এরপর উভয় পক্ষের মধ্যে সাময়িক ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়।

পুলিশ জানিয়েছে, অনুমতি ছাড়া সড়কে জনসমাগম সৃষ্টি হওয়ায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে, জাতীয় পার্টির নেতাকর্মীরা অভিযোগ করেছেন, তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ করছিলেন, কিন্তু পুলিশের আচরণ হঠাৎ আক্রমণাত্মক হয়ে ওঠে। বক্তব্য চলাকালীন সময়ে পুলিশ জলকামান ব্যবহার করে এবং পরপর কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, যা পরিস্থিতি উত্তেজিত করে। নেতারা বলেন, পুলিশের সঙ্গে কথা বলেও তারা পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেছেন, কিন্তু বারবার উসকানিমূলক আচরণ চালানো হয়েছে।

ঘটনার পর কাকরাইল ও আশপাশের এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনও গ্রেফতারের খবর পাওয়া যায়নি, এবং পুলিশ জানিয়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

Link copied!