নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা রওশন এরশাদের

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ২৮, ২০২৪, ০১:৪১ পিএম

নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা রওশন এরশাদের

ফাইল ছবি

নিজেকে জাতীয় পার্টির চেয়ারম্যান ঘোষণা করলেন দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ। এছাড়াও পরবর্তী কাউন্সিল না হওয়া পর্যন্ত নতুন মহাসচিবের দায়িত্ব দিলেন মামুনুর রশীদকে। অন্যদিকে অব্যাহতি দিলেন দলের বর্তমান চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে।  

রবিবার (২৮ জানুয়ারি) রাজধানীর গুলশানে নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

এরপর গণমাধ্যমকে পাঠানো জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা কো-চেয়ারম্যান এবং প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়, দলীয় গঠনতন্ত্রের ২০/১ ধারায় বর্ণিত ক্ষমতাবলে পার্টির চেয়ারম্যানের দায়িত্ব থেকে জিএম কাদের ও মহাসচিব মজিবুল হক চুন্নুকে অব্যাহতি দেওয়া হলো।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে জিএম কাদের এবং মুজিবুল হক চুন্নুর সঙ্গে মতবিরোধ তৈরি হয় রওশন এরশাদের। এ কারণে তিনি নির্বাচনে অংশও নেননি। 

গত ৩৭ বছরে পাঁচবার এভাবে ভাঙন হয়েছে জাতীয় পার্টিতে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরপরই নানা অভিযোগে দলের চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে অবস্থান নেয় দলটির একাংশ। সম্প্রতি দল থেকে পদত্যাগ করেন ৬০০–এর বেশি নেতা–কর্মী। এসব নেতারা দলের প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের নেতৃত্বে কাউন্সিলের ঘোষণা দেন।

Link copied!