ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা জাতিসংঘ সমন্বয়কারীর

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৫, ২০২৫, ০৬:২৯ পিএম

ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা জাতিসংঘ সমন্বয়কারীর

ছবি: সংগৃহীত

রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত সব ধরনের সহায়তা করবে জাতিসংঘ। এমন প্রতিশ্রুতি দিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। গুলশানে বিএনপির সঙ্গে বৈঠকে ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেন তিনি। পরে বিএনপি নেতা আমীর খসরু জানান, জাতিসংঘের চাহিদা অনুযায়ী গণতন্ত্র ফেরাতে নির্বাচনের বিকল্প নেই।

রোববার, ০৫ অক্টোবর গুলশানে বিএনপির সঙ্গে এই বৈঠক করেন গোয়েন লুইস। উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ও দলটির পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্যরা। আলোচনা হয়, দেশের বর্তমান প্রেক্ষাপট, নির্বাচন ও গণতন্ত্রের ভবিষ্যত নিয়ে। গুরুত্ব পায় রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যু।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার বিষয়ে কথা বলেছে জাতিসংঘ। এ লক্ষ্যে নির্বাচনের বিকল্প নেই বলে জানানো হয়েছে।

বিএনপির এ নেতা বলেন, ‘গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য আজকে সকলে মিলে কাজ করতে হবে। সবচেয়ে বড় চাহিদা হচ্ছে জনগণের এই মুহুর্তে, গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হলে খুব সহসাই একটা নির্বাচনের মাধ্যমে সেই কাজটা আমাদের করতে হবে।’

এসময় রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানায় বিএনপি। রোহিঙ্গা ইস্যুতে ও গণতান্ত্রিক উত্তরণে সহায়তার আশ্বাস দেন লুইস।   

ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী বলেন, ‘রোহিঙ্গাদের মানবাধিকার পরিস্থিতি বেশ চ্যালেঞ্জিং। গত সপ্তাহে জাতিসংঘ সদর দপ্তরে এ বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। সে আলোচনায় আর্থিক বিষয়ে কথা হয়েছে।’

লুইস আরও জানান, জাতীয় নির্বাচনে কমিশনকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত জাতিসংঘ।

Link copied!