ডিসেম্বর ২৮, ২০২৩, ০৮:১৩ পিএম
‘৭ জানুয়ারি জনগণকে কেন্দ্রে গিয়ে ভোট দিতে হবে, তবেই নৌকার বিজয় সুনিশ্চিত হবে। আমরা সকলকে নিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করবো। পুরান ঢাকাকে নিয়ে নতুনভাবে স্বপ্ন দেখবো। নির্বাচিত হলে পুরনো ঢাকাকে ঢেলে সাজানো হবে।’
২৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) রাজধানীর পুরান ঢাকার চাঁদনী ঘাটে নির্বাচনী প্রচারণা কালে এ কথা বলেন ঢাকা-৭ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সোলায়মান সেলিম।
তিনি আরও বলেন, বাবার মতো এই আসনের মানুষের সাথে আমারও আত্মার একটা সম্পর্ক আছে। আমি বিগত দিনেও তাদের সুখে দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষতেও থাকবো ইনশাআল্লাহ। নির্বাচনে হার-জিত থাকবেই। আমার দীর্ঘ বিশ্বাস নৌকাকে মানুষ নিরাশ করবে না।
সোলায়মান সেলিম আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষকে অনেক কিছু দিয়েছে, এখন আমাদের দেবার পালা। আমরা কেউ তাকে খালি হাতে ফিরিয়ে দিতে পারি না।
শান্তির স্বপক্ষে সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন চলমান থাকবে উল্লেখ করে হাজী সেলিমপুত্র বলেন, আমার বাবা সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের যে সংগ্রাম আন্দোলনের পথ দেখিয়ে গেছে তা অব্যাহত থাকবে।
১৯৯৬ সাল থেকে এই আসনটিতে সোলায়মানের বাবা হাজী সেলিম নৌকা নিয়ে ভোট করেছেন তিনবার। একবার হেরেছেন, জয় পেয়েছেন দুইবার। এবার নৌকার বিরুদ্ধে প্রার্থী হয়ে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী হয়ে। এবার সেই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিমপুত্র সোলায়মান লড়ছেন নৌকা প্রতীকে।
জাতীয় নির্বাচনে ভোটারদের সমর্থন পেতে টানা নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। প্রচারণা শুরুর আগে চাঁদনী ঘাটে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করার পর ওই এলাকায় নির্বাচনী প্রচারণা চালান সরকার দলীয় মনোনীত প্রার্থী সোলায়মান সেলিম।