জাতীয় পার্টি থেকে অব্যাহতি পেয়ে যা বললেন কাজী ফিরোজ রশীদ

নিজস্ব প্রতিবেদক

জানুয়ারি ১২, ২০২৪, ০৬:৫৮ পিএম

জাতীয় পার্টি থেকে অব্যাহতি পেয়ে যা বললেন কাজী ফিরোজ রশীদ

কাজী ফিরোজ রশীদ।

কাজী ফিরোজ রশীদ ও সুনীল শুভ রায়কে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও প্রেসিডিয়াম সদস্য পদসহ দলীয় সকল পদ-পদবী থেকে অব্যাহতি দেয়া হয়েছে। শুক্রবার (১২ জানুয়ারি) দলটির যুগ্ম দপ্তর সম্পাদক মাহমুদ আলম এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।

কাজী ফিরোজ রশিদ গণমাধ্যমকে বলেন, আমি মোটেও আশ্চর্য হইনি। আপনাদের থেকে আমি বিষয়টি জেনেছি। বিষয়টি ঠিক আছে। তিনি (জি এম কাদের) ভালো করেছেন। তবে এ মুহূর্তে আমি কিছুই বলব না। অনুসন্ধান করলে সব বের হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি থেকে ঢাকা-৬ আসনের প্রার্থী ছিলেন কাজী ফিরোজ রশীদ। আওয়ামী লীগের সঙ্গে আসন সমঝোতায় এই আসনে জাতীয় পার্টিকে ছাড় দেওয়া হয়নি। পরে ফিরোজ রশীদ নির্বাচন থেকে সরে দাঁড়ান।

এদিকে নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) ভরাডুবির দায়িত্ব নিয়ে দলের চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হকের (চুন্নু) পদত্যাগ চেয়ে গত বুধবার বিক্ষোভ করেছেন দলটির একদল নেতা-কর্মী। দলের পরাজিত কয়েকজন প্রার্থীর নেতৃত্বে এসব নেতা-কর্মী বিক্ষোভ করেন এবং দলের শীর্ষ দুই নেতাকে পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার সময় বেঁধে দিয়েছিলেন।

Link copied!