নওরিনের মুখ জুড়ে অনলাইনে ছড়াচ্ছে ভুয়া ‘ডিপ ফেক’ ভিডিও

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১১, ২০২৩, ০৯:৫৩ পিএম

নওরিনের মুখ জুড়ে অনলাইনে ছড়াচ্ছে ভুয়া ‘ডিপ ফেক’ ভিডিও

সাম্প্রতিক সময়ে ‘ডিপ ফেক’ টেকনোলজি দিয়ে বানানো ভিডিও ছড়াছড়ি। বড় বড় তারকাদের টার্গেট করে এসব ভিডিও তৈরি করা হয়ে থাকে। যাতে বিব্রতকর পরিস্থিতির মুখে পড়তে হয় তাদের।

এবার একই রকম বিব্রতকর পরিস্থিতির মুখে হয়েছেন দেশের অন্যতম কনটেন্ট ক্রিয়েটর নওরীন আফরোজ পিয়া। সাম্প্রতি সময়ে তাকে নিয়ে বানানো একটা ডিপ ফেক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এই বিষয়ে নওরিন আফরোজ পিয়া বলেন,  কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই ফেক ভিডিওটির সঙ্গে আমার নাম জড়িয়ে গেছে এবং প্রায় সবখানে ভাইরাল হয়ে পড়েছে ভিডিওটি । যা আমাকে রীতিমতো মানসিকভাবে বিপর্যস্ত করেছে। কনটেন্ট ক্রিয়েট করি বলেই কি এমন গুজব রটানো হয়?

নওরিন বলেন, ভিডিওটি ছড়িয়ে দেয়ার পর আমাকে মেইল পাঠিয়ে হুমকিও দেয়া হয়েছে। বিশাল অঙ্কের অর্থ দাবি করছে। অন্যদিকে এই সংবদ্ধ চক্র ফেক ভিডিওটি নিয়ে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেইজ আমাকে নিয়ে মিথ্যা কনটেন্ট প্রচার করে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করে যাচ্ছে। একটার পর একটা ইস্যু ক্রিয়েট করে যাচ্ছে।

নওরিন আরও বলেন, আমার দর্শক ও অনুরাগীদের উদ্দেশে এতটুকুই বলব, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বানানো  সামান্য একটা ক্লিপ দিয়ে ব্যক্তি নওরীন আফরোজ পিয়াকে জাজ করে ফেলবেন না, প্লিজ। আপনাদের ভালোবাসা আর দোয়ায় আমি আজ এই পর্যন্ত এসেছি।

সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত ভিডিও ও স্থিরচিত্র প্রকাশের জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন নওরীন । কে বা কারা এই ভয়ংকর অপরাধের সঙ্গে জড়িত আমি কারোর নাম উল্লেখ করতে চাই না।  দেশের প্রচলিত আইনের প্রতি সম্মান রেখে পদক্ষেপ নিচ্ছি। আইনই বলে দেবে কে বা কারা এই  ‘ডিপ ফেক’ ভিডিও ছড়িয়ে দিয়ে আমার সম্মান নষ্ট করেছে।

এর আগে হলিউডের নাটালি পোর্টম্যান, নাটালি ডোরমার, এমা ওয়াটসন ও আরিয়ানা গ্র্যান্ডের মতো তারকার মুখ আরেকজনের ঘাড়ে বসিয়ে দিয়ে তৈরি করা পর্ন ভিডিও ইন্টারনেটে এসেছে। আবার কেউ ব্যবহার করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেহারা।

এমনকি সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা, প্রেসিডেন্ট ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প, প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট মিডলটনের চেহারা জুড়ে দিয়েও এরকম ভিডিও বানানো হয়েছে।

এধরনের ভুয়া ভিডিও তৈরির এক নতুন প্রযুক্তি এখন সহজপ্রাপ্য হয়ে যাওয়ায় এমনটা হয়েছে। এর ফলে এখন মানুষজন তাদের যৌন কল্পনাকে ‘বাস্তবে’ পরিণত করে তা ইন্টারনেটে ছড়িয়ে দিতে পারছে। এতে অনেক সময় ব্যবহার করা হচ্ছে ফেকঅ্যাপ নামের একটি সফটওয়্যার।

একজনের শরীরে আরেক জনের মাথা বসানোর এই ভিডিও সফটওয়্যারের ডিজাইনার বলেছেন, তার তৈরি সফটওয়্যারটি একমাসেরও কম সময় আগে ছাড়া হয়েছে। এর মধ্যেই তা ডাউনলোড হয়েছে এক লাখেরও বেশি।

Link copied!