এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার সামনে আনল ভারত। টেলিভিশনের পর্দায় সংবাদ উপস্থাপনের ক্ষেত্রে এআই ব্যবহার করলো দেশটি।
এআই (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে সংবাদ পাঠ করলো ওটিভি নামে ওড়িশার একটি জনপ্রিয় টিভি চ্যানেল। এই এআই উপস্থাপিকার নাম রাখা হয়েছে লিসা।
ওড়িশা টিভিতে সংবাদ পাঠের ভূমিকায় থাকাবস্থায় লিসাকে দেখানো হয়েছে তাঁতের শাড়িতে এক ভারতীয় নারীর রূপে। ওটিভি নেটওয়ার্কের পক্ষ থেকে বলা হয়েছে, ভবিষ্যতে টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য ইংরেজি ও ওড়িশা ভাষায় সংবাদ পাঠ করবে লিসা। যদিও তার অন্যান্য ভাষাতেও দক্ষতা রয়েছে।
এ ছাড়া ওটিভি নেটওয়ার্ক আরও জানিয়েছে, আগামীর জন্য লিসাকে ওড়িশায় আরও দক্ষ করে তোলার প্রচেষ্টা চলছে। মিডিয়া কোম্পানিটির ডিজিটাল বিজনেস হেড লিতিশা মাঙ্গত বলেছেন, লিসাকে এমন স্তরের প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যাতে সংবাদ উপস্থাপনার পাশাপাশি সহজেই সে অন্যদের সঙ্গে যোগাযোগ করতে পারে।
ইনস্টাগ্রাম ও ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে লিসাকে অনুসরণ করা যাবে।
এর আগে, গত মার্চ মাসে ভারতের প্রথম এআই নিউজ উপস্থাপিকা সানাকে পরিচয় করিয়ে দেয় ইন্ডিয়া টুডে গ্রুপ।