চঞ্চল চৌধুরীকে শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চন

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ১১, ২০২৩, ০১:৪২ পিএম

চঞ্চল চৌধুরীকে শুভেচ্ছা জানালেন অমিতাভ বচ্চন

গত বছর চঞ্চলকে নিয়ে 'পদাতিক' সিনেমা বানানোর ঘোষণা দিয়েছিলেন ভারতীয় পরিচালক সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামের সিনেমাটিতে চলচ্চিত্রকার মৃণালের চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী এবং মৃণালের স্ত্রী গীতা সেনের ভূমিকায় চঞ্চলের বিপরীতে অভিনয় করবেন মনামী ঘোষ। এর জন্য নিজেকে প্রতিনিয়ত তৈরি করছেন চঞ্চল চৌধুরী। 

তবে আজকের দিনটা চঞ্চলের জন্য একটু অন্যরকম কারণ পদাতিকের জন্য চঞ্চলকে আজ শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন। সকালে অমিতাভ বচ্চন তাঁর ভেরিফায়েড ফেসবুকে পদাতিকের পোস্টার পোস্ট করেন।

সাদাকালো পোস্টারটিতে দেখা যায়, রাস্তায় বসে আছেন মৃণালের চরিত্রে অভিনয় করা চঞ্চল। পোস্টারে লেখা মৃণাল সেনের জীবন ও সময়ের গল্প দিয়ে অনুপ্রাণিত ‘পদাতিক’। অমিতাভ বচ্চন পোস্টারটি শেয়ার করে লিখেছেন, ‘শুভকামনা “পদাতিক”, চঞ্চল চৌধুরী, সৃজিত মুখার্জি।’

অমিতাভের শুভেচ্ছা পেয়ে অনেক বড় প্রাপ্তি মনে করছেন চঞ্চল চৌধুরী। তিনি কখোনই আশা করেননি বলিউডের কিংবদন্তি তাকে পোস্ট দিয়ে শুভেচ্ছা জানাবেন।

কিছুদিন আগেই বাবাকে হারিয়েছেন চঞ্চল। আজ তাঁর বাবার শ্রাদ্ধ। তাই পাবনাতে ব্যস্ত সময় পার করছেন চঞ্চল চৌধুরী। তবে চঞ্চলের অর্জনগুলো শুধু তাঁর নয় সারা দেশের জন্যই অনেক বড় প্রাপ্তি এবং গর্বের বিষয়।

আগামী ১৪ মে মৃণাল সেনের শততম জন্মবার্ষিকী। দিনটি উপলক্ষেই ‘পদাতিক’ মুক্তি পাওয়ার কথা।

Link copied!