সিনেমার গান করতে এসে নায়িকা হওয়া হুমায়রা সুবাহ এখন ভয়ে আছেন। নিজের অভিনীত প্রথম চলচ্চিত্রটি সেলুলয়েডের পর্দায় দর্শক কিভাবে গ্রহণ করবে এই নিয়ে ভয় পাচ্ছেন তিনি। তবে ভয়ের পাশাপাশি আনন্দও বিরাজ করছে তার মনে। গত শনিবার সেন্সর থেকে ছাড়পত্র পাওয়া ‘বসন্ত বিকেল’ চলচ্চিত্র নিয়ে দ্য রিপোর্ট ডট লাইভকে এমন প্রতিক্রিয়া জানান তিনি। তবে বসন্ত থাকতে থাকতেই চলচ্চিত্রটি মুক্তি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
ভুলত্রুটি নিয়ে চিন্তিত
নায়িকা হুমায়রা সুবাহ বলেন, ভয় লাগছে , আমার প্রথম সিনেমা ‘বসন্ত বিকেল’ মুক্তি পাচ্ছে। এই সিনেমাতে ছোট ছোট ভুলত্রুটি বেশি হয়ে গেল কি না, দর্শক কীভাবে গ্রহণ করবেন সবকিছু ভেবে একটু ভয় লাগছে। আবার আনন্দ লাগছে আমার প্রথম সিনেমা মুক্তি পাচ্ছে। আশা করি দর্শক ভালো ভাবে নিবে।
ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত
ত্রিভুজ প্রেমের গল্পে নির্মিত সিনেমা ‘বসন্ত বিকেল’সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে। তরুণ নির্মাতা রফিক সিকদার পরিচালিত সিনেমাটি রোববার (২০ ফেব্রুয়ারি) সিনেমাটি আনকাট সেন্সর লাভ করে। এই বসন্তেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানান এই নির্মাতা। সিনেমাটিতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক শিপন মিত্র ও নাবাগত চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ।
সিনেমটি মুক্তি প্রসঙ্গে রফিক সিকদার বলেন, এই বসন্তকাল থাকতে থাকতে ‘বসন্ত বিকেল’ সিনেমা হলে মুক্তি দিতে চাই। আগামীতে মার্চের মধ্যে মুক্তি দেব এটা নিশ্চিত। ‘সেন্সর বোর্ডে ‘বসন্ত বিকেল’ প্রদর্শনের সময় যারা ছিলেন, প্রত্যেকেই সিনেমাটির প্রশংসা করেছেন। সিনেমাটি নিয়ে আমি অনেক বেশি আশাবাদী। দর্শক সিনেমা হলে গিয়ে দেখবেন।
তিনি আরও বলেন, করোনার কারণে আমার প্রযোজক ব্যবসায় অনেক ক্ষতির শিকার হয়েছে। যে কারণে দীর্ঘদিন ধরে সিনেমাটির নির্মাণ কাজ বন্ধ ছিল। যখন দেখলাম ১ বছর হয়ে গেলেও তিনি টাকা দিতে পারছেন না, তখন নিজেই পকেটের টাকা দিয়ে বাকি কাজ শেষ করেছি।’
পাবনা শহরকে কেন্দ্র করে গল্প
সিনেমাটির গল্প নিয়ে তিনি বলেন, ‘বসন্ত বিকেল’ ছবিতে সংখ্যালঘু তিনটি মানুষের স্বপ্ন, হতাশা, হাহাকারের গল্প বর্ণিত হয়েছে। গল্পের স্থান মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতিবিজড়িত পাবনা শহর। পাবনা শহরে বেড়ে ওঠা রুদ্র ও চন্দ্রাবতী নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত দুই হিন্দু যুবক ও যুবতীর প্রেমের পরিণতির গল্প নিয়ে নির্মিত।
আরও অভিনয় করেছেন যারা
প্রসঙ্গত, ২০১৯ সালের ২৩ নভেম্বর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফিডিসির) জমকালো আয়োজনে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। পরে করোনাকালে ছবির শুটিং আটকে যায়। সিনেমাটিতে আরো অভিনয় করেছেন ওমর সানী, শাহনূর, সূচরিতা, তানভীর তনু, শিবা সানুসহ অনেকে।একটি বিশেষ চরিত্রে রয়েছেন খ্যাতিমান নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। অতিথি চরিত্রে রয়েছেন চিত্রনায়ক আমান রেজা ও চিত্রনায়িকা তানহা তাসনিয়া।