২০১৫ সালে ‘রাজকাহিনি’ সিনেমা দিয়ে একসঙ্গে কাজ করেছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান ও কলকাতার খ্যাতিমান নির্মাতা সৃজিত মুখার্জি। এরপর ২০১৮ সালে এই নির্মাতার ‘এক যে ছিল রাজা’য় অভিনয় করে প্রশংসিত হন জয়া। তারপর গেলো অর্ধ দশকে আর কোনো সিনেমার কাজে দেখা যায়নি তাদের। পাঁচ বছর পর ফের জুটি বাঁধলেন ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় ও অভিনেত্রী জয়া আহসান। ‘দশম অবতার’ ছবিতে নায়িকার চরিত্রে দেখা যাবে জয়াকে। সিনেমাটি নির্মাণ করবেন সৃজিত।
যদিও এই সিনেমার জন্য সৃজিতের প্রথম পছন্দ ছিলেন শুভশ্রী গাঙ্গুলি। তবে সম্প্রতি তিনি অন্তঃসত্ত্বা হয়েছেন। তাই মাতৃত্বের দিক বিবেচনায় তার পরিবর্তে জয়াকে বেছে নিলেন নির্মাতা।
সৃজিত বলেন, ‘প্রথমত, শুটিংয়ে সময় দিতে পারছে জয়া। শিডিউল অ্যাভেইলেবল আছে। দ্বিতীয়ত, অভিনয় দক্ষতা। তৃতীয়ত, শেষ কয়েক বছরের পারফর্মেন্স। আমরা যদি ওর ক্যারিয়ারগ্রাফ দেখি, “রবিবার” হোক বা “বিনিসুতোয়”, বা “অর্ধাঙ্গিনী” তার কাজ অসম্ভব প্রশংসিত হয়েছে। এছাড়া অতীতে সফল কোলাবোরেশনের ইতিহাস আছে- “রাজকাহিনি”, “এক যে ছিল রাজা” এসব বিচার করেই জয়াকে বেছে নেওয়া।’
অতীতের প্রেম গুঞ্জনের কারণেই কি প্রথমে জয়াকে ভাবেননি সৃজিত? এমন প্রশ্নের জবাবে নির্মাতা বলেন, ‘না, এসব মাথাতেই ছিল না। আর এবার কাজ করার পরেও হয়তো আমাদের নিয়ে গুজব শুনতে হবে। পেশাগত বিড়ম্বনা হিসেবেই গ্রহণ করতে হয়। এতে কিছু করার নেই। গা সওয়া হয়ে গেছে। না হলে এই পেশায় টিকে থাকা যাবে না।’
জানা গেছে, ‘দশম অবতার’ সিনেমায় জয়ার পাশাপাশি আরও অভিনয় করবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, যিশু সেনগুপ্তের মতো দাপুটে অভিনেতা।