ভাবনার ‘গোলাপী জমিন’

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৩০, ২০২১, ০৪:০০ পিএম

ভাবনার ‘গোলাপী জমিন’

বাংলাদেশের পরিচিত মুখ আশনা হাবিব ভাবনা। অমর একুশে গ্রন্থমেলা ২০২১-এ প্রকাশ পেয়েছে তার লেখা বই গোলাপী জমিন। অভিনয়ের পাশাপাশি লিখতে পছন্দ করেন এই অভিনেত্রী। এটি তার লেখা তৃতীয় উপন্যাস।

গোলাপী জমিন নিয়ে তিনি দ্য রিপোর্টকে বলেন, ‘বইটির মূল বিষয়টি নিয়ে আমি কিছু জানাতে চাই না। কারন আমি বললে সবাই জেনে যাবে। আমি চাই মানুষ বইটি এসে কিনে নেক।’ তিনি আরও বলেন, ‘এর আগেও দুইটি বই লিখেছি। দর্শকদের কাছে আমার লেখা পছন্দ হয়েছে বলে আবারও বই লিখেছি। এই দেশের মানুষেরা বইপ্রেমী তা এবার বোঝা গেছে। কারন এই মহামারির মধ্যেও তারা বইমেলায় আসছে, বই কিনছে। বিষয়টা ভালো লেগেছে খুব।’ এছাড়াও করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সকলকে সচেতন থাকার পরামর্শও দিয়েছেন ভাবনা।

https://www.youtube.com/watch?v=RGfeOb7mbMQ

এর আগে তার লেখা দুইটি উপন্যাস গুলনেহার এবং তারা। তবে নতুন বই নিয়ে জানা গেছে এর মূল বিষয় হচ্ছে নারী। ভাবনা বাংলাদেশের অভিনেত্রী হিসেবে পরিচিত হলেও মিডিয়াতে তার অভিষেক হয়েছিল নৃত্যশিল্পী হিসেবে। একজন নৃত্যশিল্পী হিসেবে জাতীয় পুরস্কারও পেয়েছেন তিনি। তার অভিনয় জীবন শুরু হয় ‘নট আউট’ নাটক দিয়ে। এরপর ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন তিনি। ২০১৭ সালে বিখ্যাত পরিচালক অনিমেষ আইচের পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন। শখের কারনে তিনি লিখতে ভালোবাসেন। তবে একজন অভিনেত্রী হিসেবেই তিনি নিজেকে পরিচয় দিতে পছন্দ করেন।

 

Link copied!