সম্প্রতি বলিউড জুড়ে ছড়িয়ে পড়েছে, নতুন সিনেমার জন্য নাকি অভিনেতা খুঁজছেন ভাইজান খ্যাত সালমান খান। এবার এইরকমই ভুয়া বিজ্ঞাপনের বিড়ম্বনায় পড়েছেন বলিউড ভাইজান সালমান খান। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। সম্প্রতি অনলাইনে একটি বিজ্ঞাপন ছড়িয়ে পড়েছে।
বিজ্ঞাপনটি বলছে, নতুন সিনেমার জন্য অভিনেতা খুঁজছেন সালমান। তিনিই বেছে নেবেন আগামীর স্টারকে। এমন বিজ্ঞাপন ছড়িয়ে পড়তেই সালমানের প্রযোজনা সংস্থায় আসছে একের পর এক ফোন ও ইমেল। সবাই জানতে চাইছেন বিজ্ঞাপনটির বিষয়ে। এদিকে মুহুর্মুহু ফোন ও ইমেইলে সবাই বিরক্ত।
এই বিড়ম্বনা থেকে রেহাই পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখতে বাধ্য হয়েছেন সালমান খান। তিনি লিখেছেন, ‘সবাইকে স্পষ্ট জানানো হচ্ছে সালমান খান ও সালমান খান ফিল্মস কোনও সিনেমার জন্য কাস্টিং করছে না। এমনকি, কোনও কাস্টিং ডিরেক্টর বা সংস্থাকেও এই দায়িত্ব দেওয়া হয়নি। কোনও ইমেল বা মেসেজের উপর বিশ্বাস করবেন না। যদি এই ধরনের আচরণ কেউ করে থাকেন, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
এই মুহূর্তে বিগ বস ওটিটি নিয়েই ব্যস্ত রয়েছেন সালমান খান। সঙ্গে চলছে আগামী সিনেমা ‘টাইগার থ্রি’-এর শেষ পর্বের শুটিং। এরই মাঝে আপাতত, অন্য কোনো সিনেমাতে অভিনয় করছেন না এই সুপারস্টার অভিনেতা। এমনকী, তার প্রযোজনা সংস্থার তরফ থেকে কোনো নতুন সিনেমা ঘোষণা করা হয়নি।