‘মা’ আমার জন্য শুধু সিনেমা নয়, একটি ইমোশন : পরীমণি

সজল খান

মে ২৭, ২০২৩, ০৪:৫৫ পিএম

‘মা’ আমার জন্য শুধু সিনেমা নয়, একটি ইমোশন : পরীমণি

শুক্রবার (২৬ মে) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অরণ্য আনোয়ার পরিচালিত ছবি ‘মা’। সিনেমাটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। 

১৯৭১ সালে কুমিল্লা অঞ্চলের এক সত্য ঘটনা অবলম্বনে সিনেমাটি নির্মিত হয়েছে। সিনেমাটির দৃশ্যধারণের সময় চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন পরীমনি, পুত্রসন্তান রাজ্যকে গর্ভে নিয়েই বীণাপাণি চরিত্র ধারণ করেছেন তিনি।

গতকাল সিনেমা মুক্তির দিনে এই সিনেমার নায়িকা পরীমণি বলেন,  ‘মা’ সিনেমার শুটিং থেকে শুরু কাজের প্রতিটি মুহূর্ত স্মৃতি হয়ে রয়েছে। ‘মা’ আমার জন্য শুধু সিনেমা নয়, একটি ইমোশন। অনেক আবেগ জড়িয়ে রয়েছে এই সিনেমার সঙ্গে। 

যখন ‘মা’ সিনেমার শুটিং করি, তখন আমি চার মাসের অন্তঃসত্ত্বা। রাজ্যকে পেটে নিয়েই দিনরাত শুটিং করেছি এই সিনেমার। এখন যখন সিনেমাটি মুক্তির পেল, তখন রাজ্য আমার কোলে। এটা যে কতটা আনন্দের অনুভূতি, বোঝানো যাবে না। 

তিনি আরো বলেন, অনেকের ধারনা নায়িকারা মা হলে ইমেজে প্রভাব পরে। কথাটা ভুল। মা হলেই নায়িকা ইমেজ নষ্ট হয় না। সেই সাথে নায়িকারা মায়ের ভূমিকায় অভিনয় করলেও, তার আবেদন কমে যাবে, এমন কথায় আমি মোটেও বিশ্বাসী নই। মা হলেই নায়িকা ইমেজ নষ্ট হয় না।  

আমাদের পাশের দেশের অনেক নায়িকাই মা হয়ে অভিনয় করছেন।  তাদের ইমেজ তো নষ্ট হয়নি। তাই আমারও নায়িকা ইমেজ নষ্ট হবে না বলেই মনে হয়।  

পরীমণি আরো বলেন, ‘মা’ সিনেমায় চুক্তিবদ্ধ হওয়ার পর অনেকেই আমার ভীষণ প্রশংসা করেছিল, এমন চরিত্রে বেছে নেওয়ার জন্য। তাদের সেই প্রশংসাও আমাকে এই সিনেমায় অভিনয়ের প্রেরণা জুগিয়েছে।

তিনি বলেন, অভিনেত্রী থেকে পরিপূর্ণ শিল্পী হতে চাইলে সব ধরনের চরিত্রে অভিনয়ের সাহস থাকতে হবে। আমি সেই সাহস নিয়েই সিনেমায় কাজ করার চেষ্টা করি। 

‍‍`মা‍‍` সিনেমাটিকে পরী ছাড়াও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ফারজানা ছবি, সাজু খাদেম, রেবেনা করিম জুঁই, শিল্পী সরকার অপু, সেতু, লাবণ্য, শাহাদাত হোসেন।  

Link copied!