বন্যার্তদের সহায়তায় ফেসবুকে পোস্ট দিয়ে তোপের মুখে জয়া

শোবিজ ডেস্ক

আগস্ট ২৪, ২০২৪, ০১:৪৩ পিএম

বন্যার্তদের সহায়তায় ফেসবুকে পোস্ট দিয়ে তোপের মুখে জয়া

ছবি: সংগৃহীত

ছাত্র আন্দোলনের সময় একেবারে চুপ ছিলেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। সরকার পতনের ১৭ দিন পর দেশের চলমান বন্যা ইস্যুতে কথা বলেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে বন্যার্তদের সাহায্যে পোস্ট দিতেই তোপের মুখে পড়েন এই অভিনেত্রী।

জয়ার উদ্দেশে চৌধুরী ইয়াসিন আরাফাত নামে এক ভক্ত লিখেছেন, “রক্তের বন্যা যখন বইছিল তখন আপনার মানবতা কোথায় ছিল?”

জাকারিয়া মাসুদ মুন্না নামে একজন লেখেন, “একজন ভারতীয় এজেন্ট যিনি সর্বদা বাংলাদেশি সম্প্রদায়ের চেয়ে ভারতীয় রাস্তার কুকুর নিয়ে বেশি চিন্তিত। এখন বন্যা দুর্গতদের মানবতা দেখানোর চেষ্টা করছেন। এটা কতটা হাস্যকর।”

হাবিব রহমান লিখেছেন, “আপনি তো নিজেই ভারতীয় দালাল! তাই এসব নাটক বন্ধ করেন।”

প্রিন্স তুহিন লিখেছেন, “আপা আপনি ভারতে গিয়ে আরও ছবি করেন, গান করেন, নাচ করেন। দেশ নিয়ে না ভাবলেও চলবে। আপনারা এ দেশে জন্ম নিয়ে সারাজীবন এ দেশের বিরুদ্ধে গেছেন, রাজনৈতিক এবং সামাজিকভাবে এ দেশের মানুষের বিরুদ্ধে গেছেন। তাই আপনাকে এ সময়ে প্রয়োজন নেই।”

রাকিব হাসান লিখেছেন, “আপনি না বললেও এ দেশর মানুষ এ দেশের মানুষের পাশে দাঁড়াবে। আপনি গর্তে ছিলেন, গর্তেই থাকেন।”
 

Link copied!