‘হারাম’ বলে গান ছেড়ে দেবেন আলী হাসান!

শোবিজ ডেস্ক

জুন ২, ২০২৪, ১২:২৯ পিএম

‘হারাম’ বলে গান ছেড়ে দেবেন আলী হাসান!

আলী হাসান

গান থেকে আয় করা সম্পদ বা উপার্জিত টাকা ‘হারাম’ বা অবৈধ। এমনটাই মনে করছেন ভাইরাল কয়েকটি গানের মাধ্যমে উদীয়মান র‌্যাপার আলী হাসান। ঘোষণা দিয়েছেন, গান করা ছেড়ে দেবেন তিনি। শেষ গান গাইবেন ‘ইসলাম’ শিরোনামে।

সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে আলী হাসান বলেন, “গান-বাজনার টাকা হারাম। আমার অটো বিজনেসের টাকা হালাল। এ জন্য ব্যবসার টাকায় (হালাল আয়ে) বাজারসদাই করি, আর মিডিয়ার টাকায় বিল্ডিং তৈরি করছি।”

তার এমন বক্তব্যের পর নেটিজেনদের নেতিবাচক আলোচনার বিষয়ে পরিণত হন। অনেকে আবার তার সেই বক্তব্যের ক্লিপস সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে সমালোচনা করছেন।

এবার সমালোচনার বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে আলী হাসান বলেন, “আমি বলতে চেয়েছি, গানে যে বাদ্য-বাজনা ব্যবহার হয়, তা আমাদের ধর্মে (ইসলাম) হারাম। সেই কাজগুলো ছেড়ে দিতে চাই। এক ঘণ্টার সাক্ষাৎকার থেকে ২-৩ মিনিট কেটে ছেড়ে দেওয়ায় আমার কথাটি অনেকে বুঝতে পারছে না। পুরো সাক্ষাৎকার দেখালে আমার মনের কথাটা বুঝতে পারবেন সবাই। ছোট ছোট ক্লিপস দেখে কাউকে বিচার করবেন না। যদি আমার অসৎ উদ্দেশ্য থাকত, তাহলে এ বিষয়ে কথা বলতাম না।

সম্প্রতি কোক স্টুডিও বাংলায় ‘মা লো মা’ গানে তার পারফরম্যান্স বেশ প্রশংসা কুড়িয়েছে। এছাড়া প্রায় দুই বছর আগে ‘ব্যবসার পরিস্থিতি’ গানের মধ্য দিয়ে ব্যাপক খ্যাতি লাভ করেন তিনি।

Link copied!