‘ফ্রেন্ডস’ দিয়েই যেন অমর হয়ে থাকবেন চ্যান্ডলার বিং

শামস তারেক আজিজ

অক্টোবর ২৯, ২০২৩, ১১:৩৬ পিএম

‘ফ্রেন্ডস’ দিয়েই যেন অমর হয়ে থাকবেন চ্যান্ডলার বিং

সংগৃহীত ছবি

একটি চরিত্র কীভাবে একজন অভিনেতাকে সাফল্যের চূড়ান্ত সীমায় নিয়ে অমর করে রাখে আজীবন, তাই যেন দেখিয়ে গেলেন ম্যাথিউ পেরি। 

আমেরিকান টিভি শো ‘ফ্রেন্ডস’-এর ‘চ্যান্ডলার’ চরিত্রের অভিনেতা ‘ম্যাথিউ প্যারি’ গতকাল ৫৪ বছর বয়সে মারা গেছেন। তারপর থেকেই বিশ্বব্যাপী ভক্তরা যেন তা মেনেই নিতে পারছেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন তাঁর বিভিন্ন চরিত্রে অভিনীত ছবি। 

গতকাল নিজ বাসা থেকে ম্যাথিউর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে আমেরিকার গণমাধ্যমকে জানায় দেশটির আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ। এ ঘটনায় তদন্ত চলছে বলে জানায় তারা।

৯০’র দশকের অন্যতম জনপ্রিয় টিভি শো ‘ফ্রেন্ডস’, যা আজও ভক্তদের কাছে সর্বকালের সেরা সিটকম (সিচুয়েশন কমেডি) শো। জনপ্রিয়তার দিকে সিটকম সংস্কৃতির ইতিহাসে যে কয়েকটি টিভি শো’র আবেদন সময়ের ব্যবধানে কখনো মলিন হয়নি, তাদের মধ্যে এটি অন্যতম। 

৬ বন্ধুর দৈনন্দিন জীবন নিয়ে নির্মিত টিভি সিরিজটি চলে ১৯৯৪ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত। সিরিজটির শেষ পর্ব শুধুমাত্র আমেরিকাতেই দেখা হয়েছিল ৫ কোটি ২৫ লক্ষ বার। আর যারা ‘ফ্রেন্ডস’ দেখেছেন তাদের কাছে চ্যান্ডলার বিং চরিত্রটি একটি আবেগের স্থান দখল করে আছে। হাস্যরস প্রিয়, চ্যান্ডলারের কথোপকথনই ভক্তদের কাছে তাকে জনপ্রিয় করে তুলেছিল।

ম্যাথিউ পেরি ১৯৬৯ সালে কানাডায় জন্ম গ্রহণ করেন। অটোয়াতে শিক্ষা জীবন শেষে তিনি লস এঞ্জেলসে চলে আসেন। সেখানে তিনি তাঁর অভিনয় জীবনের বর্ণাঢ্য শুরু করেন ‘Boys Will Be Boys’ শো’তে চ্যায চরিত্রে অভিনয়ের মাধ্যমে।

পরবর্তীতে ‘ফ্রেন্ডস’ এ চ্যান্ডলার চরিত্রে অভিনয় করেন তিনি। এ সময় তিনি হঠাৎই মাদকাসক্ত হয়ে পড়েন। যা তার জীবনে ব্যাপক প্রভাব ফেলে বলে বিভিন্ন সময় সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন।

Link copied!