মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে গত ২২ জানুয়ারি হাসপাতালে ভর্তি হন খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সেখানে কয়েকদিন তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখার পর কেবিনে স্থানান্তর করা হয়। আগের চেয়ে এখন অনেকটা সুস্থ আছেন ফারুকী। কিছুটা সুস্থবোধ করায় তাকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) দেশের এক গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন তিশা-ফারুকীর পরিবারের এক ঘনিষ্ঠজন। এ প্রসঙ্গে তিনি বলেন, ফারুকীর শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে, তাই গত ২৯ জানুয়ারি বিকেলে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে।
নির্মাতা ফারুকী ও অভিনেত্রী তিশা ২০১০ সালে ১৬ জুলাই ভালোবেসে বিয়ে করেন। তাদের সংসারে ইলহাম নুসরাত ফারুকী নামে এক সন্তান রয়েছে।
প্রায় ২৫ বছর ধরে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে পথা চলা ফারুকীর। সম্প্রতি ওটিটিতে মুক্তি পায় তার নির্মিত ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’। নির্মাণের পাশাপাশি প্রথমবারের মতো সেখানে অভিনয়ও করেছেন তিনি। শুধু তাকেই নয়, নির্মাতার মেয়ে ইলহামকেও দেখা গেছে এই সিনেমায়।