পথের পাঁচালীর ‘দুর্গা’ উমা দাশগুপ্তের জীবনাবসান

শোবিজ ডেস্ক

নভেম্বর ১৮, ২০২৪, ০৩:৪৩ পিএম

পথের পাঁচালীর ‘দুর্গা’ উমা দাশগুপ্তের জীবনাবসান

সংগৃহীত ছবি

‘পথের পাঁচালী’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করা কিশোরী ‍‍`দুর্গা‍‍` অর্থাৎ উমা দাশগুপ্ত আর নেই। তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান।

অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী গণমাধ্যমকে জানিয়েছেন, উমা দাশগুপ্ত বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। সোমবার সকালে তিনি পরলোকগমন করেন। চিরঞ্জিৎ বলেন, অভিনেত্রীর কন্যা তাকে দুঃখজনক খবরটি জানিয়েছিলেন।

১৯৫৫ সালে সত্যজিৎ রায়ের পরিচালনায় সাদা-কালো ছবির দুনিয়ায় ‍‍`পথের পাঁচালী‍‍` ছবির দুর্দান্ত চরিত্র ‘দুর্গা’ এখনও দর্শকদের মনে জীবন্ত। উমা দাশগুপ্তের অসাধারণ অভিনয়ের জন্য চরিত্রটি আজও স্মরণীয় হয়ে আছে।

উমা দাশগুপ্ত শৈশব থেকেই থিয়েটারে যুক্ত ছিলেন। তিনি পেশায় শিক্ষক ছিলেন। সত্যজিৎ রায় তাকে ‍‍`পথের পাঁচালী‍‍` সিনেমায় ‘দুর্গা’ চরিত্রে অভিনয়ের জন্য খুঁজে পান। তিনি যে স্কুলে পড়তেন, সেখানে এক শিক্ষকের সঙ্গে সত্যজিৎ রায়ের ভালো সম্পর্ক ছিল। ওই শিক্ষকের মাধ্যমেই তিনি উমা দাশগুপ্তকে আবিষ্কার করেন।

‘পথের পাঁচালী’ ছবির অপু ও দুর্গার ভাইবোনের সম্পর্ক এবং তাদের একে অপরের প্রতি গভীর টান আজও দর্শকদের হৃদয়ে অমর হয়ে রয়েছে।

Link copied!