আসছে ধারাবাহিক নাটক ‘জেন-জি আমি কে? তুমি কে?’

শোবিজ ডেস্ক

আগস্ট ৩১, ২০২৪, ০৯:০৪ এএম

আসছে ধারাবাহিক নাটক ‘জেন-জি আমি কে? তুমি কে?’

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুথানের মধ্য দিয়ে ১৫ বছর ধরে দেশের মানুষের কাঁধে চেপে থাকা স্বৈরাচার বিদায় নিয়েছে। ইতিহাসে এই মহা বিপ্লবের নেপথ্যে সবচেয়ে বড় অবদান যাদের তাদের ‘জেনারেশন জি’ বা ‘জেন-জি’ হিসেবে বলা হচ্ছে। তাদের নিয়ে এবার একটি ধারাবাহিক নাটক নির্মাণের কথা জানালেন নির্মাতা ও পরিচালক আবু হায়াত মাহমুদ। নামও এরই মধ্যে ঠিক করে ফেলেছেন। নাম দিয়েছেন- ‘জেন-জি আমি কে? তুমি কে?’ নাটকটি রচনা করেছেন মেজবাহ উদ্দিন মাহমুদ। আগামী ১০ সেপ্টেম্বর থেকে নাটকটির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা।

জানা গেছে, ‘জেন-জি আমি কে? তুমি কে?’ নাটকটি হবে পলিটিক্যাল স্যাটায়ারধর্মী (রাজনৈতিক রূপক) ধারাবাহিক। কৌতুকপ্রদ স্যাটায়ারের মাধ্যমে রাজনৈতিক অবস্থার চিত্র নাটকটিতে দেখানো হবে। উঠে আসবে জেনারেশনের সঙ্গে জেনারেশনের ভাবনা ও মতের পার্থক্য।

পরিবারের বাবার স্বৈরাচারী মনোভাবের দেয়াল ভাঙবে আমাদের জেন জিরা। এই দেয়াল ভাঙা ও অচলায়তন থেকে পুরো পরিবারকে কীভাবে নতুন প্রজন্ম বের করে আনে, সেগুলোই ধারাবাহিকটিতে উঠে আসবে। হাস্যরসের মধ্য দিয়ে গুরত্বপূর্ণ বার্তা দেবে এই ধারাবাহিক।

ধারাবাহিকটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ ল্যাব প্রডাকশন হাউস। বলা হয়েছে, শীঘ্রই কোনও একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ধারাবাহিকটি প্রচার হবে।

Link copied!