চিত্রনায়ক জায়েদ খান আলোচনা থেকে সমালোচনায় বেশি থাকেন। দেশ কিংবা দেশের বাইরে প্রায়ই খবরের শিরোনামে থাকেন তিনি। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে গিয়েও আলোচনার শীর্ষে ছিলেন তিনি। সেখান থেকে দেশে ফিরেও নারীদের নিয়ে মন্তব্য করে আবারও আলোচনার জন্ম দেন এই অভিনেতা।
তবে, এসব সমালোচনার দিকে না তাকিয়ে এবার দুবাই ও সিঙ্গাপুর মাতাতে যাচ্ছেন ঢালিউড অভিনেতা জায়েদ খান। দুবাই মাতিয়ে সিঙ্গাপুর যাবেন এ নায়ক। সংবাদমাধ্যমকে এ কথা জানিয়েছেন অভিনেতা নিজেই।
বুধবার (১৬ আগস্ট) দুবাইয়ের উদ্দেশে দেশ ছেড়েছেন জায়েদ। সেখান অবস্থান করবেন তিনদিন। এরপর সিঙ্গাপুর যাবেন শিল্পী সমিতির সাবেক এ নেতা।
এ প্রসঙ্গে জায়েদ বলেন, ‘একটি শোয়ে অংশ নিতে দুবাই যাচ্ছি। সেখানে তিনদিন অবস্থান করব। এরপরে সিঙ্গাপুর যাওয়ার পরিকল্পনা আছে। সেখানেও তিনদিন থাকব। সেখান থেকে দেশে ফিরে নতুন সিনেমার কাজ শুরু করব।’
এদিকে সম্প্রতি ‘নারীরা কীসে আটকায়’ ট্রেন্ডে গা ভাসিয়ে ফেঁসে গেছেন জায়েদ। নারীরা জায়েদ খানে আটকায় বলতেই এক অ্যাইনজীবী লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন তাকে। ২৪ ঘণ্টার মধ্যে বক্তব্য প্রত্যাহার করতে জায়েদকে এ নোটিশ পাঠান ঢাকা জজ কোর্টের আইনজীবী মুনিমা মান্নান।