আজ আদালতে হাজির করা হবে পরীমনিকে

দ্য রিপোর্ট ডেস্ক

আগস্ট ১৩, ২০২১, ১১:০৪ এএম

আজ আদালতে হাজির করা হবে পরীমনিকে

রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে দ্বিতীয় দফায় রিমান্ড শেষে শুক্রবার (১৩ আগস্ট) দুপুরে তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে বলে জানা গেছে। মাদক মামলায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ধীমান চন্দ্র মণ্ডলের আদালতে পরীমনি ও দীপুর শুনানি হবে।

এর আগে প্রথম দফায় গত ৫ আগস্ট পরীমনি ও দীপুর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ এবং দ্বিতীয় দফায় মঙ্গলবার (১০ আগস্ট) পরীমনি ও আশরাফুল ইসলাম দীপুর দুদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাস।

র‍্যাবের তথ্যানুসারে সুনির্দিষ্ট অভিযোগে ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগী দীপুকে আটক করা হয়। পরীমনির বাসা থেকে বেশ কিছু বিদেশি মদ জব্দ করা হয়। আটকের পর তাদের নেওয়া হয় র‍্যাব সদর দফতরে। সেখানেই বুধবার রাতে কাটে তাদের। এদিকে পরীমনির বাসায় অভিযান শেষে একই রাতে অভিযান চালানো হয় প্রযোজক রাজের বাসায়।

বৃহস্পতিবার (৫ আগস্ট) র‍্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরীমনি ও তার সহযোগীদের বিরুদ্ধে বনানী থানায় মামলা করে। সেদিনই তাকে আদালতে নেওয়া হয়। এর আগে ৪ আগস্ট র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তাৎক্ষণিক নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে আসেন পরীমনি। এ সময় র‌্যাবের পক্ষ থেকে পরীমনিকে তার বাসায় অভিযানের কথা জানানো হয়। কিন্তু তিনি লাইভে এসে ভুল তথ্য প্রদান করেন।

অবশ্য পরীমনির এই লাইভ নতুন এক রেকর্ড গড়েছে দেশে। এই ভিডিওটিতে ৪ কোটির বেশি ভিউ এবং সাড়ে ৭ লাখের বেশি কমেন্ট রয়েছে, শেয়ার করা হয়েছে এক লাখ ৫৫ হাজারের বেশি। সব মিলিয়ে রিঅ্যাকশন রয়েছে এক কোটি ৯০ লাখের বেশি।

Link copied!