এবার আরিয়ানের জন্য লড়বেন সালমানের আইনজীবী

বিনোদন ডেস্ক

অক্টোবর ১৩, ২০২১, ০৯:১৭ পিএম

এবার আরিয়ানের জন্য লড়বেন সালমানের আইনজীবী

মাদক মামলায় জেলে বন্দি শাহরুখ খানের ছেলে আরিয়ানের জন্য এবার আদালতে লড়বেন আইনজীবী অমিত দেশাই। ২০০২ সালে আরেক সুপারস্টার সালমান খানকে হিট অ্যান্ড রান কেস থেকে ছাড়িয়েছিলেন আইনজীবী অমিত।

বুধবার (১৩ অক্টোবর) শাহরুখ খানের ছেলে আরিয়ানের জামিন বিষয়ে কোর্টের শুনানির কথা। মাদককাণ্ডে অভিযুক্ত হয়ে আরিয়ানসহ আরও কয়েকজন বর্তমানে বিচারিক হেফাজতে আছেন।

স্বভাবতই ছেলের জামিনের জন্য মারিয়া হয়ে উঠেছেন বলিউডের কিং খান। প্রায় সমগ্র বলিউড শাহরুখের এই বিপদের সময় তার পাশে দাঁড়িয়েছে।

গতকালও শাহরুখ-গৌরির বাড়ি মান্নাতে  সালমান খান আর তার বাবা সেলিম খান গিয়েছিলেন। নির্মাতা করণ জোহর, ফারাহ খানও এদিন শাহরুখের বাড়িতে যান।

এছাড়া বলিউডের বাদশার পাশে শত্রুঘ্ন সিনহা, রাজ বাব্বর, শেখর সুমনের মতো প্রবীণ অভিনেতারাও দাঁড়িয়েছেন।

আরিয়ানের জামিনের জন্য দেশের নামকরা আইনি পরামর্শকদের কাছ থেকে সলাপরামর্শ নিচ্ছেন শাহরুখ। জেল সুপারের কাছ থেকে আরিয়ানের ব্যাপারে নিয়মিত খোঁজ নিচ্ছেন শাহরুখ আর গৌরী।

এর আগে দুইবার জামিন আবেদন নাকচ হওয়ায় শাহরুখ ছেলে আরিয়ানের জন্য আইনজীবী বদলেছেন। এত দিন শাহরুখপুত্রের জন্য মামলা লড়ছিলেন মুম্বাইয়ের আইনজীবী সতীশ মানশিন্ডে। এখন তার পরিবর্তে নামকরা আইনজীবী অমিত দেশাইকে নিয়োগ করেছেন কিং খান। তিনি সালমান খানের ‘গাড়িচাপা’ মামলাটি লড়েছিলেন। ২০০২ সালে ভাইজান এই মামলা থেকে মুক্তি পেয়েছিলেন।

অমিত দেশাই আরিয়ানের জামিন প্রসঙ্গে বলেছেন, ‘আরিয়ান সাত দিন ধরে কারাবন্দী। আর তার জামিনের শুনানি তদন্তের আলামতের ওপর নির্ভর নয়।

আমি জামিনের জন্য কোনো যুক্তি-তর্কে যেতে চাই না। আমি শুধু জামিনের দিন জানানোর জন্য আদালতের কাছে আবেদন করব।’

তিনি আরও বলেছেন, ‘শুধু প্রশাসনিক কারণে কারোর স্বাধীনতা খর্ব করতে পারি না। তদন্ত চলতে থাকবে। আরিয়ানের কাছ থেকে কোনো মাদকদ্রব্য পাওয়া যায়নি।’

Link copied!