জয়ার সঙ্গে অভিনয় করবেন না নওয়াজুদ্দিন

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৩০, ২০২১, ১২:২৩ এএম

জয়ার সঙ্গে অভিনয় করবেন না নওয়াজুদ্দিন

বাংলাদেশের ঢালিউড কিংবা পশ্চিমবঙ্গের টালিউড, জয়া আহসানকে কমবেশি সবাই চেনে। সম্প্রতি গুঞ্জন উঠেছিল, ভারতের হিন্দি ভাষায় নির্মিত একটি ওয়েব সিরিজে অভিনয় করতে যাচ্ছেন জয়া আহসান। যা আগামী ২০২২ সালে মুক্তি পাবে। এর মধ্য দিয়ে এবার হয়তো জয়ার বলিউড অভিষেক হয়ে যেতে পারেও বলে ধারনা করেছিলেন অনেকে।

সায়ন্তন মুখার্জির পরিচালনায় ১৯৬৭ সালের নকশালবাড়ি আন্দোলনের পটভূমিতে নির্মিত এই ওয়েব সিরিজে নওয়াজুদ্দীন সিদ্দিকীর বিপরীতে নকশালবাড়ি আন্দোলনের নেতা চারু মজুমদারের স্ত্রী লীলা মজুমদারের চরিত্রে  অভিনয় করার কথা ছিল জয়ার।

কিন্তু সেই গুজবে এবার পানি ঢেলেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকী নিজেই। জয়ার সঙ্গে কোন ধরনের অভিয়ের কথা উড়িয়ে দিয়েছেন তিনি।

তিনি বলেছেন, ‘আমি কোন ওয়েব সিরিজ করছি না। এগুলো সব গুজব। এবং আমি এই ব্যাপারে কারো সঙ্গে কোন চুক্তি করিনি’। তার আগ্রহের বাইরে তিনি ওটিটি প্লাটফর্মে কোন ধরনের কাজ করবেন না বলেও সাফ জানিয়ে দেন তিনি।

তিনি আরো বলেন, ‘স্যাক্রেড গেমসের পর ওটিটি প্লাটফর্ম আমাকে বিশ্বব্যপি পরিচিত করেছে এব্যাপারে কোন সন্দেহ নেই। এবং এখনো দেশের বাইরে আমাকে অনেক গণেশ গাইতুন্ডে বলে ডাকে। কিন্তু বর্তমানে এই প্লাটফর্মে নির্মিত কন্টেন্টের মান কম’।  

নওয়াজুদ্দিন আরো বলেন, ওটিটি প্লাটফর্মে মানুষ একই ধরনের কন্টেন্ট দেখতে দেখতে বিরক্ত। সুতরাং, মান না থাকলে এবং আলাদা কোন বিশেষত্ব না থাকলে কেন একটি ওয়েব সিরিজ করতে যাব আমি? 

Link copied!