দুই বাংলায় ‘বছরের বেস্ট’ পরীমনি

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৩, ২০২৩, ০৪:১১ পিএম

দুই বাংলায় ‘বছরের বেস্ট’ পরীমনি

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনির জনপ্রিয়তা রয়েছে ওপার বাংলাতেও। ফের তার প্রমাণ মিলেছে দুই বাংলার অভিনয়শিল্পীর মধ্যে থেকে ‘বছরের বেস্ট’- অভিনেত্রীকে খুঁজে বের করার মাধ্যমে।

এ বছর ওপার বাংলার জনপ্রিয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইন সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত করলো চলচ্চিত্র জগতের জনপ্রিয় মুখ বাংলাদেশের অভিনেত্রী পরীমনিকে।

1682097654_new-project-2023-04-21t225032-580-2

পুরস্কার নেওয়ার সময় পরীমনি বলেন, ‘চলচ্চিত্রের কোনো সীমানা নেই, কোনো গন্ডির মধ্যে থাকতে পারে না। তাই বাংলাদেশ ও ভারতের বাংলা চলচ্চিত্রগুলো দুই দেশের সিনেমা পর্দায় দেখানো উচিত।’ 

pori1

পরীমণির হাতে পুরস্কার তুলে দেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং টলিপাড়ার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

1682099686_porimoni-main-2

কলকাতার পাঁচতারা হোটেল আইসিটি রয়্যাল বেঙ্গলে এক ঝলমলে সন্ধ্যায় অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে ২০২২ সালের সেরা ১০ ব্যক্তিত্বকে সম্মাননা দেয় আনন্দবাজার অনলাইন। 

অনুষ্ঠানের শুরুতেই সংগীতশিল্পী রূপম ইসলামের উদাত্ত কণ্ঠে ‘ঋকবেদের গানে’ যেন বাঁধা পড়ে অনুষ্ঠানের মূল সুর।

আনন্দবাজার ডিজিটালের প্রধান সম্পাদক অভীক সরকার বলেন, “আমরা স্বভাবকৌতুক, আমরা বেড়া ভাঙি। কত দূর ভাঙতে পেরেছি, তা বলবেন আপনারা। কিন্তু গত এক বছরে আমাদের পাঠকরা ৩০০ কোটি মিনিট ব্যয় করেছেন আমাদের লেখা পড়ার জন্য। এটাই আমাদের প্রাপ্তি।”

-3912

এরপরই শুরু হয় দুই বাংলার মানুষের মধ্য থেকে ‘বছরের বেস্ট’কে খুঁজে নেওয়ার পালা। আনন্দবাজার অনলাইনের সম্পাদক অনিন্দ্য জানা এবং নাট্য পরিচালক-অভিনেত্রী সোহিনী সেনগুপ্তের সঞ্চালনায় ২০২২ সালের সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হন ঢাকাই চলচ্চিত্রের অন্যতম পরিচিত মুখ পরীমনি।

porimoni1

আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, ২০১৫ সালে পর্দায় আবির্ভাবের পর থেকে গতি কমতে দেখা যায়নি পরীমণির কর্মজীবনে। ‘ভালোবাসা সীমাহীন’ ছবি দিয়ে পথ চলা শুরু। তার সামনে যাওয়া। একই বছর পর পর মুক্তি পায় ছয়টি ছবি। অল্প সময়েই দেশে মিষ্টি প্রেমের ছবির জনপ্রিয় মুখ হয়ে ওঠেন পরীমনি। ‘আরো ভালবাসব তোমায়’, ‘নগর মাস্তান’, ‘রক্ত’, ‘পুড়ে যায় মন’, ‘আপন মানুষ’, ‘সোনা বন্ধু’, ‘স্বপ্নজাল’, ‘গুণিন’-এর মতো একের পর এক ছবিতে তার মুখ্য ভূমিকায় মুগ্ধ হয়েছেন বহু দর্শক। দেশের গণ্ডি ছাড়িয়ে পরীমণিকে নিয়ে উৎসাহ গড়িয়েছে কলকাতায়ও। এখন কাজের সূত্রে প্রায়ই কলকাতায় আসেন অভিনেত্রী।

Bochorer Best 2022

প্রতি বছরই দুই বাংলায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে বছরভরে সাফল্যে যারা নজর কেড়ে থাকেন, প্রতিবছর তাদেরই ‘বছরের বেস্ট’ নির্বাচিত করে সম্মান জানিয়ে আসছে আনন্দবাজার অনলাইন।

Link copied!