মাদক মামলায় গ্রেপ্তার, কারাবাস ও জামিনে মুক্তির পর ফের পুরোদমে কাজ শুরু করতে চলেছেন ঢাকাই সিনেমার অভিনেত্রী পরীমনি। কয়েক দিন আগেই ডাবিং স্টুডিওতে দেখা মিলেছিল পরীমনির। এবার নতুন ছবির জন্য চুক্তিবদ্ধ হলেন এই নায়িকা।
গত ১৭ সেপ্টেম্বর গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি। ওটিটি প্ল্যাটফর্মের জন্য তৈরি ‘গুনিন’ ছবিটি পরিচালনা করবেন নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। গুনিন নামের এই সিনেমায় রাবেয়ার চরিত্রে অভিনয় করবেন তিনি। রাবেয়া চরিত্রে অভিনেত্রী নুসরাত ফারিয়ার অভিনয় করার কথা থাকলেও সিডিউল জটিলতার কারণে সরে দাঁড়ান তিনি।
মনপুরা চলচ্চিত্র নির্মাণ করে দর্শকদের মাঝে দারুন সাড়া ফেলেছিলেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। পরীমনিকে তিনি নির্মাণ করেন স্বপ্নজাল ছবিটি। স্বপ্নজাল সিনেমার মাধ্যমে ব্যাপক প্রশংসা কুরিয়েছেন গুনি এই নির্মাতা। স্বপ্নজাল সিনেমায় নায়িকা হিসেবে ছিলেন পরীমনি, আবারও গুনি এই নির্মাতার সিনেমায় অভিনয়ের জন্যে চুক্তিবদ্ধ হলেন পরী। শুক্রবারই (১৭ সেপ্টেম্বর) পরীমনির সঙ্গে আনুষ্ঠানিকভাবে এই ছবির চুক্তি সই করেন পরিচালক।
নতুন প্রোজেক্ট নিয়ে উচ্ছ্বসিত পরীমনি। তিনি গণমাধ্যমে জানান,‘সেলিম ভাইয়ের পরিচালনায় আমার অভিনীত স্বপ্নজাল ছবিটি দর্শকরা পছন্দ করেছিলেন। তার সঙ্গে আবারও কাজ করতে যাচ্ছি। এটা আমার জন্য ভীষণ আনন্দের। ছবির গল্প আমাকে মুগ্ধ করেছে। দর্শকরা দারুণ গল্পের একটি চলচ্চিত্র পেতে যাচ্ছে।’
গিয়াস উদ্দিন সেলিম পরীমনি এবং গুনিন সম্পর্কে বলেন, রাবেয়া চরিত্রটিতে তাঁকে ভালো মানাবে আর এর আগেও স্বপ্নজাল সিনেমায় একসাথে কাজ করা হয়েছে তাই এই ছবিতে একসাথে কাজ করা আরো সহজ হবে বলে মনে করি।
গিয়াস উদ্দিন সেলিম আরো জানান ২০ সেপ্টেম্বর থেকে ব্রাহ্মণবাড়িয়ার একটি জায়গায় সুটিং সেট তৈরির কাজ শুরু হবে।১০ অক্টোবর থেকে সিনেমার শুটিং শুরুর কথা রয়েছে এবং পরবর্তিতে ছবির বাকি কাজ হবে মানিকগঞ্জে।
৫০ বছর আগের কৃষিজীবী একটি গ্রাম নিয়ে গুনিন ছবির কাহিনি নির্মিত হবে। রক্ষণশীল সমাজের মুসলমান এক নারী চরিত্র হলো রাবেয়া। পরীমনি ছাড়াও এই ছবিতে আরও অভিনয় করবেন মোস্তফা মনওয়ার, ঝুনা চৌধুরী, ইরেশ যাকের, শরিফুল রাজ, শিল্পী সরকার অপু, নাসির প্রমুখ।