প্রমোদতরীতে মাদক সেবনের কথা স্বীকার শাহরুখপুত্র আরিয়ানের

বিনোদন প্রতিবেদক

অক্টোবর ৩, ২০২১, ১০:৩৯ পিএম

প্রমোদতরীতে মাদক সেবনের কথা স্বীকার শাহরুখপুত্র আরিয়ানের

মুম্বাইয়ের একটি বিলাসবহুল প্রমোদতরীর পার্টিতে মাদক সেবনের অভিযোগে আটক হয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। মাদক নিয়ন্ত্রক সংস্থার (এনসিবি) সদস্যরা শনিবার (২ অক্টোবর) রাতে তাকে আটক করে।  

এনসিবি সদস্যদের টানা ৬ঘন্টা জেরা করার পর আরিয়ান খান মাদক সেবনের কথা স্বীকার করেছে। এ ছাড়াও তিনি বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। এমতাবস্থায় আরিয়ান খানকে যেকোনো সময় গ্রেপ্তার করা হতে পারে। ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।   

এনসিবি সূত্রে জানা গেছে, খতিয়ে দেখা হচ্ছে শাহরুখপুত্রের হোয়াটসঅ্যাপ চ্যাট। তিনি কাদের সঙ্গে কথা বলতেন, কাদের সঙ্গে যোগাযোগ রাখতেন সবকিছুতেই নজর বুলানো হচ্ছে। কোনো মাদকচক্রের সঙ্গে তিনি যুক্ত কি না, তাও জানার চেষ্টা চলছে। বন্ধুদের বিভিন্ন গ্রুপে কী ধরনের আলোচনা করতেন আরিয়ান, সেটিও এখন তদন্তকারীদের নজরে।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এই পার্টিতে ‘ভিভিআইপি’ তালিকায় নাম থাকায় কোনো প্রবেশমূল্য ছাড়াই প্রবেশ করেছিলেন আরিয়ান। তিনি নিজেই জেরায় এমনটা জানিয়েছেন। আরিয়ানের বিরুদ্ধে কোনো তথ্য পাওয়া গেলে তার বিরুদ্ধে ‘নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস)’ আইনে মামলা দায়ের হতে পারে।

জানা গেছে, কর্ডেলিয়া নামে সেই প্রমোদতরীর পার্টিতে উপস্থিত ছিলেন আরও বেশ কিছু তারকা। কিন্তু এনসিবি যখন হানা দেয়, তখন তাদেরকে মাদক সেবন করতে দেখা যায়নি। আপাতত, আরিয়ানের থেকেই এই পার্টি সম্পর্কে নানান তথ্য নেওয়ার চেষ্টায় রয়েছেন এনসিবির কর্মকর্তারা।

এনসিবি শনিবার রাতে যাদের আটক করেছেন তাদের মধ্যে আরও রয়েছেন আরিয়ান খানের ঘনিষ্ঠ বন্ধু আরবাজ মারচেন্ট ও আরও ৬ জন। মুনমুন ধমেচা, নূপুর সারিকা, ইসমিত সিংহ, মোহক জয়সোয়াল, বিক্রান্ত ছোকর, গোমিত চোপড়াকেও তাঁদের সঙ্গে আটক করা হয়েছে।এনসিবি জানায়, জিজ্ঞাসাবাদ শেষ হলে তাঁদের গ্রেপ্তার করা হতে পারে আরিয়ান খানকে।  

শাহরুখের স্পেনের শ্যুটিং বাতিল

ছেলেকে ছাড়াতে ব্যস্তসময় পার করছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ছেলেকে ছাড়ানোর জন্য ভারতের বিখ্যাত আইনজীবী সতীশ মানশিণ্ডেকে নিয়োগ করেছেন শাহরুখ। এদিকে, ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়েছে ‘পাঠান’চলচ্চিত্রের জন্য স্পেনে উড়ে যাওয়ার কথা ছিল শাহরুখ খানের। তবে আরিয়ান আটকের পর ওই যাত্রা বাতিল করেছেন তিনি।

অন্যদিকে, নিজের ইন্টেরিয়র সংস্থার কাজের ব্যাপারে দেশ ত্যাগের কথা ছিল শাহরুখ খানের স্ত্রী গৌরি খানের। তবে ছেলের  এই বিপদে সব পরিকল্পনা বাতিল করেছেন তিনি।

উল্লেখ্য,শনিবার রাতে সাগরে উদ্দাম চলছিল ‘রেভ পার্টি’।  মুম্বাইয়ের বিলাসবহুল কর্ডেলিয়া নামে এক প্রমোদতরীতে চলা ওই পার্টি থেকে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে আটক করে এনসিবি। রবিবার সকাল থেকেই তাঁকে জেরা করা হচ্ছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, এই পার্টিতে ‘ভিভিআইপি’ তালিকায় নাম থাকায় কোনও প্রবেশমূল্য ছাড়াই ঢুকেছিলেন আরিয়ান। তিনি নিজেই জেরায় স্বীকার করেছেন এ কথা।

Link copied!